লন্ডন ১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জগদল চেয়ারম্যান কাপ ফুটবল দ্বিতীয় রাউন্ডের খেলা বয়কটের ঘোষণা পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাবের

  • বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময়: ০৭:৪৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
  • ৬১২

দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়ন চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা থেকে নগদীপুর পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাব বয়কটের ঘোষণা দিয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্লাবের সভাপতি গিলমান হোসেন ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন লিখিত বক্তব্য জানান, বিগত ৫ জুন জগদল মাঠে হাজার হাজার দর্শকদের সামনে পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাব ও রাজনাও এফসি ক্লাবের মধ্যকার খেলাটি গোল শুন্য অবস্থায় কমিটির সিদ্ধান্তে টাইব্রেকারে গড়ায়। উভয় পক্ষ ৫ টি করে শট দেওয়ার সিন্ধান্ত দেন রেফারি। তন্মধ্যে ৫ টি শটর মধ্যে রাজনাও এফসি ক্লাবের ১টি শট ঠেকিয়ে দিলে পঞ্চরঙ্গের শেষ শট নেওয়ার জন্য যখন প্রস্তুতি নেন পঞ্চরঙ্গের খেলোয়াড় তখনই খেলায় বিশৃঙ্খলা দেখা দেয়। এসময় কমিটির পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশীদ লাভলু মাইকে ঘোষণা দেন দর্শকদের শান্ত থাকার জন্য এবং একটি শট শেষ করে জয় পরাজয় নিশ্চিত করার জন্যে। কিন্তু পরবর্তীতে তা সম্ভব হয়নি। খেলাটি অমীমাংসিত থাকে। পরবর্তীতে কমিটির পক্ষ থেকে পূনরায় নতুন করে খেলার জন্য পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষের কাছে জানানো হয়। আমরা এই সিদ্ধান্ত জেনে অবাক ও বিস্মিত হই। কারণ খেলা যদি হতেই হয় তাহলে নতুন করে কেন,খেলতে হলে আমাদের একটি শট দিয়ে খেলা নিস্পত্তি করতে হবে, না হয় আমরা এই খেলায় নতুন করে অংশগ্রহণ করবো না। কমিটির কারণেই খেলায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আমাদের কেন জয়ী খেলা থেকে তারা বঞ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছেন তা আমাদের বোধগম্য নয়। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি শনিবারের খেলায় অংশগ্রহণ করবো না। এ ব্যাপারে ফুটবল আইনে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

বিজ্ঞপ্তিতে তারা আরো উল্লেখ করেন, রাজনাও এফসি ক্লাবের খেলোয়াড়বৃন্দ পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাবের নিশ্চিত জয় দেখে আমাদের খেলোয়াড়দের তারা বিব্রত করার চেষ্টা করেছেন যা হাজার হাজার দর্শক দেখেছেন। প্রেস বিজ্ঞপ্তি

ট্যাগ:
লেখক সম্পর্কে

দিরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস পালিত

জগদল চেয়ারম্যান কাপ ফুটবল দ্বিতীয় রাউন্ডের খেলা বয়কটের ঘোষণা পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাবের

প্রকাশের সময়: ০৭:৪৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩

দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়ন চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা থেকে নগদীপুর পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাব বয়কটের ঘোষণা দিয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্লাবের সভাপতি গিলমান হোসেন ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন লিখিত বক্তব্য জানান, বিগত ৫ জুন জগদল মাঠে হাজার হাজার দর্শকদের সামনে পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাব ও রাজনাও এফসি ক্লাবের মধ্যকার খেলাটি গোল শুন্য অবস্থায় কমিটির সিদ্ধান্তে টাইব্রেকারে গড়ায়। উভয় পক্ষ ৫ টি করে শট দেওয়ার সিন্ধান্ত দেন রেফারি। তন্মধ্যে ৫ টি শটর মধ্যে রাজনাও এফসি ক্লাবের ১টি শট ঠেকিয়ে দিলে পঞ্চরঙ্গের শেষ শট নেওয়ার জন্য যখন প্রস্তুতি নেন পঞ্চরঙ্গের খেলোয়াড় তখনই খেলায় বিশৃঙ্খলা দেখা দেয়। এসময় কমিটির পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশীদ লাভলু মাইকে ঘোষণা দেন দর্শকদের শান্ত থাকার জন্য এবং একটি শট শেষ করে জয় পরাজয় নিশ্চিত করার জন্যে। কিন্তু পরবর্তীতে তা সম্ভব হয়নি। খেলাটি অমীমাংসিত থাকে। পরবর্তীতে কমিটির পক্ষ থেকে পূনরায় নতুন করে খেলার জন্য পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষের কাছে জানানো হয়। আমরা এই সিদ্ধান্ত জেনে অবাক ও বিস্মিত হই। কারণ খেলা যদি হতেই হয় তাহলে নতুন করে কেন,খেলতে হলে আমাদের একটি শট দিয়ে খেলা নিস্পত্তি করতে হবে, না হয় আমরা এই খেলায় নতুন করে অংশগ্রহণ করবো না। কমিটির কারণেই খেলায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আমাদের কেন জয়ী খেলা থেকে তারা বঞ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছেন তা আমাদের বোধগম্য নয়। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি শনিবারের খেলায় অংশগ্রহণ করবো না। এ ব্যাপারে ফুটবল আইনে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

বিজ্ঞপ্তিতে তারা আরো উল্লেখ করেন, রাজনাও এফসি ক্লাবের খেলোয়াড়বৃন্দ পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাবের নিশ্চিত জয় দেখে আমাদের খেলোয়াড়দের তারা বিব্রত করার চেষ্টা করেছেন যা হাজার হাজার দর্শক দেখেছেন। প্রেস বিজ্ঞপ্তি