
দিরাই সংবাদদাতা::
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে অকাল বন্যা থেকে হাওরাঞ্চলের বোরো ফসল রক্ষায় দিরাই উপজেলার সকল ফসল রক্ষা বাঁধের মেরামত কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রি-ওয়ার্ক জরিপ কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বরাম হাওরে জরিপ কাজের উদ্বোধন করেন,উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফি উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন,পাউবোর দিরাই শাখা প্রধান রিপন আলী।
পাউবো অফিস সূত্রে জানাযায়, উপজেলার ৯ টি হাওরে ৯৭ কিঃমিঃ দৈর্ঘ্যের বেড়ি বাঁধ পূর্ণনির্মাণের লক্ষ্যে ৩ টি টিম প্রি-ওয়ার্ক জরিপ কাজ করছে।