মোটেও ভালো যাচ্ছে না নেইমারের সময়। বর্তমান ক্লাব পিএসজিতে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। অবশ্য নেপথ্যে রয়েছে বাজে পারফরম্যান্স।
ইতোমধ্যে চাউর হয়েছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহী নয় প্যারিসের ক্লাবটি। পারলে আগামী মৌসুমেই তাকে ক্লাব থেকে তাড়াতে চায় তারা।
ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকম জানায়, সুযোগটা লুফে নিতে চাচ্ছে চেলসি। পরের সিজনেই নেইমারকে দলে ভেড়াতে চাচ্ছে ইংলিশ ক্লাবটি।
ভেনেজুয়েলান সংবাদমাধ্যম এল নাসিওনাল এক প্রতিবেদনে জানায়, আসন্ন মৌসুমে নেইমারকে কিনতে চায় চেলসি। এজন্য ৬০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড গুণতে প্রস্তুত তারা। এজন্য সব প্রস্তুতি সেরে ফেলেছে দ্য ব্লুজরা।
গত কয়েক মৌসুম ধরে সেরা ফর্মে নেই নেইমার। এতে ভীষণ ত্যক্ত ও বিরক্ত পিএসজি। স্বাভাবিকভাবেই তাকে ছেড়ে দিতে চায় দ্য পারিসিয়ানরা।
আপাতত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ৩১ বছর বয়সী সেলেকাও সুপারস্টার। ইনজুরিতে পড়ে চলমান মৌসুম থেকে প্রায় ছিটকে পড়েছেন তিনি। প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে না উঠলে এবার আর পিএসজির হয়ে মাঠে নামতে পারবেন না সাম্বা তারকা।
গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে লিলির বিপক্ষে মাঠে নেমে মারাত্মক আঘাত পান নেইমার।এতে মাঠের বাইরে চলে যান তিনি।