দুই ভাগে বিভক্ত দিরাই উপজেলা ও পৌর যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ৯ এপ্রিল সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে তারুণ্যের জয়যাত্রা কর্মসূচিকে সফল করার লক্ষ্যে পৃথকভাবে প্রস্তুতি সভা করেছে দিরাই যুবলীগ।
শনিবার সকাল ১১ টায় উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়ের নেতৃত্বে দিরাই পৌর শহরের লঞ্চঘাটস্থ যুবলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা মোহন চৌধুরী, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার আহমদ, জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা রায়হান মিয়া প্রমুখ।
অপরদিকে বেলা ২ টায় পৌর শহরের উপজেলা রোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ে পৌর মেয়র বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে ও পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুয়েব আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ। বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা সাংবাদিক জিয়াউর রহমান লিটন, পৌর কাউন্সিলর যুবলীগ নেতা এবিএম মাসুম প্রদীপ, সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা সবুজ মিয়া প্রমুখ।
কালনী ভিউ 









