নিখোঁজের ৫ দিনেও কোন সন্ধান পাওয়া যায়নি আবু সালমান (১৪) নামে এক কিশোরের। সে সুনামগঞ্জের দিরাই পৌরসভার ১নং ওয়ার্ডের চণ্ডিপুর (খাতুনপাড়া) জাকির হোসেনের ছেলে। এ ঘটনায় দিরাই থানায় একটি সাধারণ ডায়েরি (৭৮১) করা হয়েছে।
জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বিকেলে আবু সুফিয়ান স্বাভাবিকভাবে ঘুরতে বাড়ি থেকে বের হয়ে এখন পর্যন্ত আর ফেরেনি। বাড়ির আশপাশ, সকল আত্মীয়-স্বজনের বাড়ি ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে দিরাই থানায় সাধারণ ডায়েরি করা হয়। সন্ধানপ্রার্থী হিসেবে আবু সালমানের পিতা জাকির হোসেন প্রশাসনসহ সকলের (০১৭৩৩-৪১৬৬৫৫) সহযোগিতা কামনা করেছেন।
কালনী ভিউ ডেস্ক: 















