লন্ডন ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গৃহহীন ৮৭৭ পরিবারের স্বপ্ন পূরণঃ দিরাইকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা

  • কালনী ভিউ
  • প্রকাশের সময়: ০৬:৪৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • ৮৪৭

হাওর পাড়ের ভূমিহীন-গৃহহীন ৮৭৭ পরিবারের স্বপ্ন পূরণের মধ্যদিয়ে হাওরের জনপদ দিরাই উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১১ জুন) সকাল ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে পঞ্চম ও শেষ ধাপে আশ্রয়ণ প্রকল্পের ১৮ হাজার ৫৬৬টি ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী দিরাইসহ সারাদেশের ২৬ জেলা এবং ৭০ টি উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা গণ-মিলনায়তন হলে উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সম্প্রচার হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান খোন্দকার‘র সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর‘র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য জয়া সেনগুপ্তা।

এ সময় আরো উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রদীপ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান। আলোচনা সভা শেষে উপকারভোগীদের হাতে জমির কাগজপত্র তুলে দেন অতিথিরা।

ট্যাগ:

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল লতিফ জেপির ইন্তেকাল

গৃহহীন ৮৭৭ পরিবারের স্বপ্ন পূরণঃ দিরাইকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা

প্রকাশের সময়: ০৬:৪৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪

হাওর পাড়ের ভূমিহীন-গৃহহীন ৮৭৭ পরিবারের স্বপ্ন পূরণের মধ্যদিয়ে হাওরের জনপদ দিরাই উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১১ জুন) সকাল ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে পঞ্চম ও শেষ ধাপে আশ্রয়ণ প্রকল্পের ১৮ হাজার ৫৬৬টি ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী দিরাইসহ সারাদেশের ২৬ জেলা এবং ৭০ টি উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা গণ-মিলনায়তন হলে উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সম্প্রচার হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান খোন্দকার‘র সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর‘র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য জয়া সেনগুপ্তা।

এ সময় আরো উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রদীপ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান। আলোচনা সভা শেষে উপকারভোগীদের হাতে জমির কাগজপত্র তুলে দেন অতিথিরা।