লন্ডন ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে ২ কোটি টাকার জমি দান করলেন ডাক্তার দম্পতি

 

শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের বাসিন্দা ডাক্তার দম্পতি ডা. আবু সাঈদ আলী আহমদ ও ডা. সুলতানা ওয়াহিদ চৌধুরী প্রায় ২ কোটি টাকা মূল্যের ৭৫ শতাংশ জমি বিয়াম ল্যাবরেটরি স্কুলের নামে দান করেছেন।

বুধবার শান্তিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে আনুষ্ঠানিকভাবে জমি হস্তান্তর করা হয়। জমিটি গ্রহণ করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, উপজেলা প্রকৌশলী আল-নুর তারেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজসহ অন্যান্য বিশিষ্টজন।

জমি হস্তান্তরের পর প্রশাসনের কর্মকর্তারা দাতা পরিবারের সঙ্গে সরেজমিনে স্থানটি পরিদর্শন করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডা. আবু সাঈদ আলী আহমদ ও ডা. সুলতানা ওয়াহিদ চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জানা গেছে, বিয়াম ল্যাবরেটরি স্কুলটি ২০২৫ শিক্ষাবর্ষে কার্যক্রম শুরু করবে। প্রথমে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ক্লাস নিকটস্থ অস্থায়ী ভবনে চালু করা হবে। নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে ফেব্রুয়ারিতে। প্রতিষ্ঠানের পরিচালনায় যুক্ত থাকবে বিয়াম ফাউন্ডেশন। ক্লাসরুমে থাকবে আধুনিক মাল্টিমিডিয়া প্রজেক্টর। ভূমিদাতা দম্পতির বাবা-মায়ের নামে একটি ভবন নির্মাণ করা হবে এবং অনার বোর্ডে তাঁদের নাম স্থান পাবে।

ভূমিদাতা দম্পতি বলেন, “আমরা এলাকায় শিক্ষার উন্নতিতে ভূমিকা রাখতে চেয়েছি। বাবা-মায়ের নামে স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ছিল আমাদের। অবশেষে তা বাস্তবায়নের পথে। আমরা আশাবাদী, এই প্রতিষ্ঠান এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য আলোর পথ দেখাবে।”

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, “প্রায় ২ কোটি টাকার জমি দান করে দম্পতি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অনুকরণীয়। জানুয়ারি থেকেই স্কুলের কার্যক্রম শুরু হবে। এলাকাবাসীর সহযোগিতায় ২০২৫ সালের মধ্যেই স্কুলটির পূর্ণাঙ্গ ভবন নির্মাণ সম্পন্ন হবে।”

 

 

 

 

ট্যাগ:

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল লতিফ জেপির ইন্তেকাল

শান্তিগঞ্জে ২ কোটি টাকার জমি দান করলেন ডাক্তার দম্পতি

প্রকাশের সময়: ০৬:২৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

 

শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের বাসিন্দা ডাক্তার দম্পতি ডা. আবু সাঈদ আলী আহমদ ও ডা. সুলতানা ওয়াহিদ চৌধুরী প্রায় ২ কোটি টাকা মূল্যের ৭৫ শতাংশ জমি বিয়াম ল্যাবরেটরি স্কুলের নামে দান করেছেন।

বুধবার শান্তিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে আনুষ্ঠানিকভাবে জমি হস্তান্তর করা হয়। জমিটি গ্রহণ করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, উপজেলা প্রকৌশলী আল-নুর তারেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজসহ অন্যান্য বিশিষ্টজন।

জমি হস্তান্তরের পর প্রশাসনের কর্মকর্তারা দাতা পরিবারের সঙ্গে সরেজমিনে স্থানটি পরিদর্শন করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডা. আবু সাঈদ আলী আহমদ ও ডা. সুলতানা ওয়াহিদ চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জানা গেছে, বিয়াম ল্যাবরেটরি স্কুলটি ২০২৫ শিক্ষাবর্ষে কার্যক্রম শুরু করবে। প্রথমে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ক্লাস নিকটস্থ অস্থায়ী ভবনে চালু করা হবে। নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে ফেব্রুয়ারিতে। প্রতিষ্ঠানের পরিচালনায় যুক্ত থাকবে বিয়াম ফাউন্ডেশন। ক্লাসরুমে থাকবে আধুনিক মাল্টিমিডিয়া প্রজেক্টর। ভূমিদাতা দম্পতির বাবা-মায়ের নামে একটি ভবন নির্মাণ করা হবে এবং অনার বোর্ডে তাঁদের নাম স্থান পাবে।

ভূমিদাতা দম্পতি বলেন, “আমরা এলাকায় শিক্ষার উন্নতিতে ভূমিকা রাখতে চেয়েছি। বাবা-মায়ের নামে স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ছিল আমাদের। অবশেষে তা বাস্তবায়নের পথে। আমরা আশাবাদী, এই প্রতিষ্ঠান এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য আলোর পথ দেখাবে।”

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, “প্রায় ২ কোটি টাকার জমি দান করে দম্পতি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অনুকরণীয়। জানুয়ারি থেকেই স্কুলের কার্যক্রম শুরু হবে। এলাকাবাসীর সহযোগিতায় ২০২৫ সালের মধ্যেই স্কুলটির পূর্ণাঙ্গ ভবন নির্মাণ সম্পন্ন হবে।”