শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সাংহাই হাওরের ৩নং প্রকল্প বাস্তবায়ন কমিটিতে ভুয়া মুক্তিযোদ্ধা, শিক্ষক ও আওয়ামী দোসরদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী।
রবিবার (২২ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর এ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে উল্লেখ করা হয়, কমিটির ৪নং সদস্য শাহীনুর আলম তুহিন মুক্তিযোদ্ধা নন, তিনি পেশায় সিএনজি চালক। ৫নং সদস্য মনির উদ্দিনের পরিচয় শিক্ষক হিসেবে দেওয়া হলেও জামলাবাজ গ্রামে তার কোনো অস্তিত্ব নেই। এছাড়া ৩নং সদস্য কিজির আহমেদকে বিগত স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এসও) মমিন মিয়া জানান, কমিটির নামগুলো টাইপিংয়ের সময় ভুল হয়েছে, যা সংশোধন করা হবে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হবে এবং নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শান্তিগঞ্জ প্রতিনিধি 
















