বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়।
কলেজ উদীচীর সভাপতি নাহিদ আল নেওয়াজের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ উদীচীর সহ-সভাপতি রমেন্দ্র কুমার দে মিন্টু, সঞ্চিতা চৌধুরী, নির্বাহী সদস্য আরতি পাল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক জহির উদ্দিন, ও সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান আসাদ।
পরবর্তী কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে তুর্য দাসকে সভাপতি ও মেহভিশ রিজকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি মেহেদী হাসান, সহ-সাধারণ সম্পাদক সুনন্দিতা দাস অথৈ, কোষাধ্যক্ষ মৃন্ময় দাস, সম্পাদক বৃষ্টি রাণী পাল, তামান্না আক্তার, প্রমী রাণী দাস, শান্ত বর্মণ, সদস্য নাহিদ আল নেওয়াজ, নোভা চৌধুরী, আলী আহনাফ অনি ও পূর্বা চৌধুরী।
কালনী ভিউ ডেস্ক : 









