লন্ডন ০২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

 

সুনামগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সভাপতিত্ব করেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল সভা সঞ্চালনা করেন।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম খান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, জেলা শিক্ষা প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মো. মোয়াজ্জেম হোসেন, ইউনিসেফ সিলেট অফিসের সিএফও কাজী দিল আফরোজা ইসলাম, জেলা ব্র্যাক সমন্বয়ক একে আজাদ, ইসলামিক রিলিফ প্রকল্প ব্যবস্থাপক শ্রী অরুপ রতন দাশ, রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, ২০২২ ও ২০২৪ সালে সুনামগঞ্জে যে ভয়াবহ বন্যা হয়েছে, তা শত বছরের মধ্যে বিরল।** ২০২২ সালের বন্যায় সরকারি-বেসরকারি ভবনসহ ব্যক্তিমালিকানাধীন প্রতিটি ভবনে মানুষ আশ্রয় নিয়েছিল। তিনদিন সুনামগঞ্জ যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গিয়েছিল, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

তারা আরও বলেন, জলবায়ুর পরিবর্তনের ফলে অতীতে নির্দিষ্ট সময়ে বৃষ্টি, ঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের যে চক্র বজায় থাকত, তা এখন অস্বাভাবিক আচরণ করছে। বৃষ্টির পরিবর্তিত ধরণ ও অনিয়মিত আবহাওয়া পরিবেশ বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে।

দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওদের সমন্বিত উদ্যোগ জরুরি** বলে বক্তারা মত দেন। একই সঙ্গে নদী ও খাল খনন করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী কমিশনার মো. সাব্বির হোসেন শাওন, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিএম মুশফিকুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

ট্যাগ:

রাত সাড়ে ৯টার পর সিলেটের সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

সুনামগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: ১০:৩১:১০ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

 

সুনামগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সভাপতিত্ব করেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল সভা সঞ্চালনা করেন।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম খান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, জেলা শিক্ষা প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মো. মোয়াজ্জেম হোসেন, ইউনিসেফ সিলেট অফিসের সিএফও কাজী দিল আফরোজা ইসলাম, জেলা ব্র্যাক সমন্বয়ক একে আজাদ, ইসলামিক রিলিফ প্রকল্প ব্যবস্থাপক শ্রী অরুপ রতন দাশ, রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, ২০২২ ও ২০২৪ সালে সুনামগঞ্জে যে ভয়াবহ বন্যা হয়েছে, তা শত বছরের মধ্যে বিরল।** ২০২২ সালের বন্যায় সরকারি-বেসরকারি ভবনসহ ব্যক্তিমালিকানাধীন প্রতিটি ভবনে মানুষ আশ্রয় নিয়েছিল। তিনদিন সুনামগঞ্জ যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গিয়েছিল, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

তারা আরও বলেন, জলবায়ুর পরিবর্তনের ফলে অতীতে নির্দিষ্ট সময়ে বৃষ্টি, ঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের যে চক্র বজায় থাকত, তা এখন অস্বাভাবিক আচরণ করছে। বৃষ্টির পরিবর্তিত ধরণ ও অনিয়মিত আবহাওয়া পরিবেশ বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে।

দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওদের সমন্বিত উদ্যোগ জরুরি** বলে বক্তারা মত দেন। একই সঙ্গে নদী ও খাল খনন করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী কমিশনার মো. সাব্বির হোসেন শাওন, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিএম মুশফিকুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।