লন্ডন ০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিরাইয়ে বাস কেড়ে নিল মোটরসাইকেল আরোহীর প্রাণ

দিরাইয়ে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেল ৪ টার দিকে দিরাই-মদনপুর সড়কের দিরাই পৌৱ এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত যুবক দিরাই উপজেলার রফিনগর গ্রামের ফয়জুর রহমানের ছেলে তৌফিকুর রহমান(২৬)।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে দিরাই-মদনপুর সড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা মোটরসাইকেল আরোহীকে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগ:
জনপ্রিয়

বিএনপির দ্বন্দ্বে সুযোগ পাচ্ছে জামায়াত: দিরাই শাল্লায় নতুন সমীকরণ

দিরাইয়ে বাস কেড়ে নিল মোটরসাইকেল আরোহীর প্রাণ

প্রকাশের সময়: ০৮:৪৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

দিরাইয়ে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেল ৪ টার দিকে দিরাই-মদনপুর সড়কের দিরাই পৌৱ এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত যুবক দিরাই উপজেলার রফিনগর গ্রামের ফয়জুর রহমানের ছেলে তৌফিকুর রহমান(২৬)।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে দিরাই-মদনপুর সড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা মোটরসাইকেল আরোহীকে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।