দিরাইয়ে উৎসবমুখর পরিবেশে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দিরাই মিনি স্টেডিয়ামে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, দিরাই শাল্লায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিপন হাসান-এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট নূরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল লতিফ জেপি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট মাসুক আলম।
উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সুমন মিয়া, পৌর যুবদলের আহবায়ক মহিউদ্দিন মিলাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজু চৌধুরী, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সালমান মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মাসব্যাপী দিরাই শাল্লাসহ বিভিন্ন এলাকার ৩২টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ভরারগাঁও প্রবাসী ফুটবল দল ২-০ গোলে রাজাপুর ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলাটি উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক দুপুর থেকেই স্টেডিয়ামে জড়ো হন। কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
টুর্নামেন্টের আয়োজক এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন, এই দীর্ঘ টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে যারা নিরলস পরিশ্রম করেছেন তারা ও বিশেষ করে দর্শক ও দলের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা আমার জন্য এবং আমার প্রয়াত পিতা আব্দু শহীদ চৌধুরীর জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করব ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে।
শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
দিরাই সংবাদদাতাঃ 









