লন্ডন ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দিরাইয়ে শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত কিশোর পলাতক

সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের কার্ত্তিকপুর (শান্তিপুর) গ্রামে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

শিশুটির পরিবারের সদস্যরা জানান, সকালে সহপাঠীর সঙ্গে খেলতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। পরে কান্নাকাটির কারণ জানতে চাইলে ঘটনাটি প্রকাশ পায়। পরে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

অভিযুক্ত এমরান মিয়া (১৫) তাড়ল ইউনিয়নের সন্তোষপুর কারারপার গ্রামের মেতু মিয়ার ছেলে। ঘটনার সময় সে বোনের বাড়ি বেড়াতে এসেছিল। ঘটনার পর থেকে অভিযুক্ত ও তার বোনের স্বামী পলাতক রয়েছেন।

দিরাই থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাস জানান, ধর্ষণের খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় সেখানে গিয়ে জানতে পারে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত-পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল লতিফ জেপির ইন্তেকাল

দিরাইয়ে শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত কিশোর পলাতক

প্রকাশের সময়: ১২:৩৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের কার্ত্তিকপুর (শান্তিপুর) গ্রামে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

শিশুটির পরিবারের সদস্যরা জানান, সকালে সহপাঠীর সঙ্গে খেলতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। পরে কান্নাকাটির কারণ জানতে চাইলে ঘটনাটি প্রকাশ পায়। পরে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

অভিযুক্ত এমরান মিয়া (১৫) তাড়ল ইউনিয়নের সন্তোষপুর কারারপার গ্রামের মেতু মিয়ার ছেলে। ঘটনার সময় সে বোনের বাড়ি বেড়াতে এসেছিল। ঘটনার পর থেকে অভিযুক্ত ও তার বোনের স্বামী পলাতক রয়েছেন।

দিরাই থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাস জানান, ধর্ষণের খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় সেখানে গিয়ে জানতে পারে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত-পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।