সুনামগঞ্জের দিরাই পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে অন্তত তিনজন আহত হন।
আহতরা হলেন, আব্দুস সালাম (৫৫), আবুল কাশেম (৫০) এবং সাঈদ মিয়া (২৫)।
আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান বলেন, আহতদের শরীরে ধারালো ও ভোঁতা অস্ত্রের আঘাত রয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটে রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়ার্ড কমিটির সভাপতি পদে প্রার্থী জাহাঙ্গীর আলম ও আব্দুস শহীদের সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক: 









