সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, দিরাই-শাল্লার অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করতে চাই। সুরঞ্জিত বাবু সাতবার এমপি হয়েও এই এলাকার মানুষের মুখে হাসি ফুটাতে পারেননি। আমি দিরাই-শাল্লার মানুষের মুখে হাসি ফুটাতে চাই।
সোমবার দুপুরে শাল্লা সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির ব্যানারে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমি এখন অনেকটাই সুস্থ। ব্যাংককে গিয়ে চিকিৎসা করাবো। আশা করি পুরোপুরি সুস্থ হয়ে আপনাদের মধ্যে ফিরে আসবো। তাই চিকিৎসায় যাওয়ার আগে আপনাদের দোয়া নিতে এসেছি। আমি আবারো আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমার কাজটুকু করে দায়মুক্ত হতে চাই।
শাল্লা উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুল আওয়ালের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ ও কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আবদুর রশীদ চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলী আমজাদ, উপজেলা বিএনপির সদস্য ডা: উসমান গনি, সদস্য আলী আমজাদ তালুকদার, শাল্লা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানী চৌধুরী, হবিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শৈলেন্দ কুমার দাস, বাহাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিজয় চন্দ্র দাস, আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনেদ মিয়া তালুকদার, সাবেক ছাত্র নেতা সাংবাদিক রুদ্র মিজান,দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশীদ চৌধুরী, দিরাই উপজেলা ছাত্রদলের ১ম যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী, নাছির উদ্দীন চৌধুরীর কন্যা নাজিয়া চৌধুরী ও নাদিয়া চৌধুরীসহ দিরাই ও শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনে নেতৃবৃন্দ।
কালনী ভিউ ডেস্কঃ 









