সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি ইউনিয়নে বগাইয়া গ্রামে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী।
নিহত স্ত্রী রুবেনা বেগম (২৭) স্বামী আলী আহমদ (৩৫)। রুবেনা বেগম তিন সন্তানের জননী।
ঘাতক স্বামী আলী আহমদ (৩৫) বগাইয়া লিডার বস্তি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ।
শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা দুইটায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী আলী আহমদ বাহির থেকে এসে খাটে শুয়ে থাকা স্ত্রীকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। ঘটনাস্থলেই প্রাণ-হারান স্ত্রী রুবেনা বেগম। স্ত্রীকে হত্যার পর সে নিজে দা দিয়ে তার শরীরে কোপাতে থাকে।
স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে তাকে আটক করেন। পরে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। জানা যায় আলী আহমদ একজন মানসিক রোগী ও মাদকাসক্ত।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান স্বামীও আহত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের জিম্মায় রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
কালনী ভিউ ডেস্কঃ 









