লন্ডন ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিরাইয়ে সংঘর্ষে আহত নারীর মৃত্যু, এলাকায় উত্তেজনা

সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সরলা বেগম (৪৫) মারা গেছেন। তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামের আলী আকবরের স্ত্রী।

গত সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাহানপুর গ্রামের গোলাপ মিয়া ও ফিরোজ মিয়ার পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে সরলা বেগমসহ ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সরলাকে ঢাকায় নেওয়া হয়। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় গোলাপ মিয়ার সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে মাসুক বিবি (৫৫) নামে এক নারী আহত হন। তিনি গোলাপ মিয়া পক্ষের বলে জানা গেছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

ট্যাগ:
জনপ্রিয়

‘বট’ আইডির কুরুচিপূর্ণ লেখালেখি-ছাত্রদল নেতা মুর্শেদের পক্ষে দাঁড়ালেন বিএনপি নেতারা

দিরাইয়ে সংঘর্ষে আহত নারীর মৃত্যু, এলাকায় উত্তেজনা

প্রকাশের সময়: ০৫:৪৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সরলা বেগম (৪৫) মারা গেছেন। তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামের আলী আকবরের স্ত্রী।

গত সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাহানপুর গ্রামের গোলাপ মিয়া ও ফিরোজ মিয়ার পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে সরলা বেগমসহ ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সরলাকে ঢাকায় নেওয়া হয়। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় গোলাপ মিয়ার সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে মাসুক বিবি (৫৫) নামে এক নারী আহত হন। তিনি গোলাপ মিয়া পক্ষের বলে জানা গেছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।