বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নমূলক কাজের জন্য তিনদিন সুনামগঞ্জের দিরাই ও মল্লিকপুর ফিডারের সকল এলাকায় সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।
সুনামগঞ্জ বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, ৮, ৯ ও ১০ অক্টোবর বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ১১ কেভি দিরাই এবং ১১ কেভি মল্লিকপুর ফিডারের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ থাকবে না।
১১ কেভি দিরাই ফিডারের এলাকা: ইকবালনগর, বাহাদুরপুর, জানিগাঁও, নীলপুর বাজার, রাবার বাড়ি, ভৈষবেড়, দিরাই রাস্তা মোড়, গোবিন্দপুর, কলাইয়া, চন্ডিটিয়র।
১১ কেভি মল্লিকপুর ফিডারের এলাকা: পশ্চিম হাজীপাড়া, জেলা পরিষদ রোড, মৌচাক, বৈঠাখালি, মল্লিকপুর, বিসিক, পুলিশ লাইন, কালিপুর, হাসান বসত, ওয়েজখালী, পিরিজপুর, জলিলপুর, শ্রীপুর, হবতপুর।
বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে সম্ভাব্য অসুবিধার জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ দুঃখ প্রকাশ করেছে সুনামগঞ্জ বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ।
কালনী ভিউ ডেস্কঃ 









