লন্ডন ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশের তুলনায় দিরাই-শাল্লা এখনও পিছিয়ে-এডভোকেট পাবেল চৌধুরী

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও দিরাই-শাল্লা সারাদেশের তুলনায় উন্নয়ন ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে। যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যখাতসহ বিভিন্ন ক্ষেত্রে এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে শাল্লা ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, দেশের মানুষ আজ পরিবর্তনের আশায় বিএনপির দিকে তাকিয়ে আছে। দেশের নেতৃত্ব এখন এমন কারো হাতে প্রয়োজন, যিনি জনগণের কল্যাণে নিবেদিত ও গণতন্ত্র পুনরুদ্ধারে অঙ্গীকারবদ্ধ-সেই নেতৃত্ব দিচ্ছেন দেশনায়ক তারেক রহমান। তার ঘোষিত ৩১ দফা কর্মসূচিই আগামী দিনের উন্নয়নের রূপরেখা।

এডভোকেট পাবেল আরও বলেন, দিরাই-শাল্লা হচ্ছে সম্ভাবনাময় ভাটি অঞ্চল। অথচ বছরের পর বছর এ অঞ্চলের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। নৌপথ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বিদ্যুৎ ও কর্মসংস্থানের ঘাটতি এখানকার জনগণকে এখনো পিছিয়ে রেখেছে। এই বঞ্চনার অবসান ঘটাতেই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি জনগণকে আহ্বান জানিয়ে বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন। গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং দিরাই-শাল্লাকে আধুনিক ও উন্নত অঞ্চলে রূপ দিতে আমরা কাজ করে যাবো।

শাল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক-এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ব্রজেশ চৌধুরীর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, জেলা কৃষক দলের সদস্য মানিক মিয়া তালুকদার, দিরাই পৌর বিএনপির সদস্য বাবুল সরদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামছুল ইসলাম সরদার খেজুর, বাহারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন সাগর, শাল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু সাঈদ, হবিবপুর বিএনপির আহ্বায়ক আল আমিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন শিশু, সদস্য সচিব রুবেল আহমদ দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন, জেলা তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না, সদস্য সচিব তোফাজ্জল হোসেন বাপন, উপজেলা তরুণ দলের আহ্বায়ক উজ্জ্বল মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগ:
জনপ্রিয়

সারাদেশের তুলনায় দিরাই-শাল্লা এখনও পিছিয়ে-এডভোকেট পাবেল চৌধুরী

প্রকাশের সময়: ০৬:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও দিরাই-শাল্লা সারাদেশের তুলনায় উন্নয়ন ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে। যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যখাতসহ বিভিন্ন ক্ষেত্রে এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে শাল্লা ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, দেশের মানুষ আজ পরিবর্তনের আশায় বিএনপির দিকে তাকিয়ে আছে। দেশের নেতৃত্ব এখন এমন কারো হাতে প্রয়োজন, যিনি জনগণের কল্যাণে নিবেদিত ও গণতন্ত্র পুনরুদ্ধারে অঙ্গীকারবদ্ধ-সেই নেতৃত্ব দিচ্ছেন দেশনায়ক তারেক রহমান। তার ঘোষিত ৩১ দফা কর্মসূচিই আগামী দিনের উন্নয়নের রূপরেখা।

এডভোকেট পাবেল আরও বলেন, দিরাই-শাল্লা হচ্ছে সম্ভাবনাময় ভাটি অঞ্চল। অথচ বছরের পর বছর এ অঞ্চলের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। নৌপথ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বিদ্যুৎ ও কর্মসংস্থানের ঘাটতি এখানকার জনগণকে এখনো পিছিয়ে রেখেছে। এই বঞ্চনার অবসান ঘটাতেই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি জনগণকে আহ্বান জানিয়ে বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন। গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং দিরাই-শাল্লাকে আধুনিক ও উন্নত অঞ্চলে রূপ দিতে আমরা কাজ করে যাবো।

শাল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক-এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ব্রজেশ চৌধুরীর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, জেলা কৃষক দলের সদস্য মানিক মিয়া তালুকদার, দিরাই পৌর বিএনপির সদস্য বাবুল সরদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামছুল ইসলাম সরদার খেজুর, বাহারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন সাগর, শাল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু সাঈদ, হবিবপুর বিএনপির আহ্বায়ক আল আমিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন শিশু, সদস্য সচিব রুবেল আহমদ দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন, জেলা তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না, সদস্য সচিব তোফাজ্জল হোসেন বাপন, উপজেলা তরুণ দলের আহ্বায়ক উজ্জ্বল মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।