লন্ডন ০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির মনোনয়ন বৈঠকে দিরাই-শাল্লা থেকে ডাক পেলেন নাছির ও পাবেল

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনার জন্য সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী এবং জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল-কে বৈঠকে ডাকা হয়েছে।

তবে একই আসনের আরেক মনোনয়ন প্রত্যাশী, অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি-কে এই বৈঠকে ডাকা হয়নি বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার বিকেল তিনটায় সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে অংশ নেবেন নির্বাচনী আসনভিত্তিক মনোনয়ন প্রত্যাশীরা।

সূত্র জানায়, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বর্তমানে চিকিৎসার জন্য ব্যাংককে অবস্থান করছেন, ফলে তিনি সরাসরি বৈঠকে অংশ নিতে পারবেন না। তবে তিনি শুক্রবার দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানা গেছে।

দলের এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, নাছির উদ্দিন চৌধুরী যদি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতেন, তাহলে এই আসনে তিনিই দলের প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি ছিল। এখন বিষয়টি তাঁর শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।

তিনি আরও জানান, দল ক্ষমতায় গেলে সাবেক বিচারপতি রুমিকে অন্য উচ্চতায় মূল্যায়ন করা হতে পারে বলেও আলোচনা রয়েছে।

বর্তমানে দিরাই-শাল্লা আসনের মনোনয়ন প্রক্রিয়ায় পাবেল চৌধুরী একাই বৈঠকে দলের প্রতিনিধিত্ব করবেন, কারণ নাছির উদ্দিন চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় দেশের বাইরে রয়েছেন।

প্রসঙ্গত, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনটি বর্তমানে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নকে ঘিরে স্থানীয় রাজনীতিতে ইতিমধ্যে তৎপরতা শুরু হয়েছে।

ট্যাগ:
জনপ্রিয়

‘বট’ আইডির কুরুচিপূর্ণ লেখালেখি-ছাত্রদল নেতা মুর্শেদের পক্ষে দাঁড়ালেন বিএনপি নেতারা

বিএনপির মনোনয়ন বৈঠকে দিরাই-শাল্লা থেকে ডাক পেলেন নাছির ও পাবেল

প্রকাশের সময়: ০৮:৩১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনার জন্য সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী এবং জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল-কে বৈঠকে ডাকা হয়েছে।

তবে একই আসনের আরেক মনোনয়ন প্রত্যাশী, অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি-কে এই বৈঠকে ডাকা হয়নি বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার বিকেল তিনটায় সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে অংশ নেবেন নির্বাচনী আসনভিত্তিক মনোনয়ন প্রত্যাশীরা।

সূত্র জানায়, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বর্তমানে চিকিৎসার জন্য ব্যাংককে অবস্থান করছেন, ফলে তিনি সরাসরি বৈঠকে অংশ নিতে পারবেন না। তবে তিনি শুক্রবার দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানা গেছে।

দলের এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, নাছির উদ্দিন চৌধুরী যদি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতেন, তাহলে এই আসনে তিনিই দলের প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি ছিল। এখন বিষয়টি তাঁর শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।

তিনি আরও জানান, দল ক্ষমতায় গেলে সাবেক বিচারপতি রুমিকে অন্য উচ্চতায় মূল্যায়ন করা হতে পারে বলেও আলোচনা রয়েছে।

বর্তমানে দিরাই-শাল্লা আসনের মনোনয়ন প্রক্রিয়ায় পাবেল চৌধুরী একাই বৈঠকে দলের প্রতিনিধিত্ব করবেন, কারণ নাছির উদ্দিন চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় দেশের বাইরে রয়েছেন।

প্রসঙ্গত, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনটি বর্তমানে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নকে ঘিরে স্থানীয় রাজনীতিতে ইতিমধ্যে তৎপরতা শুরু হয়েছে।