সুনামগঞ্জের দিরাই উপজেলার কৃতী শিক্ষার্থী দিশান রায় দুর্জয় জাতীয় শিশু প্রতিযোগিতা ‘নতুনকুঁড়ি ২০২৫’-এর ফাইনালে জায়গা করে নিয়েছে। কৌতুক বিষয়ে সারা দেশের সেরা ৫ প্রতিযোগীর মধ্যে দুর্জয় দ্বিতীয় স্থান অর্জন করে ফাইনালে ওঠে।
দিশান রায় দুর্জয় বর্তমানে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত। সে কৌতুক বিভাগ (খ) থেকে অংশ নিয়ে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বিচারকদের প্রশংসা কুড়িয়েছে।
তার পিতা দুলাল রায় বাংলাদেশ সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশন্ড অফিসার, আর মাতা কৃষ্ণা রায় দিরাই উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। পরিবারের স্থায়ী ঠিকানা সুনামগঞ্জের দিরাই পৌরসভার হারানপুর গ্রামে।
দিরাই উপজেলার একমাত্র প্রতিযোগী হিসেবে ফাইনালে জায়গা পাওয়া দিশান রায় দুর্জয় এখন দিরাইবাসীর গর্ব। শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা তার এই অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন এবং ফাইনাল পর্বে সাফল্য কামনা করেছেন।
নিজস্ব প্রতিবেদক 

















