সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ড. মাওলানা শোয়াইব আহমদ যুক্তরাজ্য থেকে স্বদেশে আগমন উপলক্ষে বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে দিরাই উপজেলার প্রবেশদ্বারে ফুলেল শুভেচ্ছা ও শোডাউন সহকারে স্থানীয় নেতাকর্মীরা তাকে বরণ করে নেন।
পরে উপজেলা সদরের থানা রোড এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মাওলানা শোয়াইব আহমদ বলেন, আমি দীর্ঘদিন ধরে দিরাই-শাল্লার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমি হঠাৎ করে আসিনি। জমিয়ত দিরাই-শাল্লা বাদ দিয়ে কোনো জোটে যাবে না দিরাই-শাল্লা নিয়েই জোট হবে। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অবহেলিত দিরাই-শাল্লার পরিবর্তনে কাজ করি।
এ সময় উপস্থিত ছিলেন, জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মালিক, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মহিউদ্দিন কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, জেলা যুব জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদকঃ 
















