লন্ডন ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারী-পুরুষের ঐক্যেই ধানের শীষের জয় সম্ভব- শাল্লায় মহিলা সমাবেশে এড. পাবেল চৌধুরী

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সুনামগঞ্জের শাল্লায় মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, দেশের উন্নয়ন ও রাজনৈতিক পরিবর্তনের পথে নারী-পুরুষের যুগপৎ অংশগ্রহণ অপরিহার্য।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নারীরা সমাজ ও রাষ্ট্রের অগ্রযাত্রার মূল চালিকা শক্তি। তাদের অধিকার সুরক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত জাতীয় উন্নয়ন সম্ভব নয়।”

এসময় তিনি বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখার কথা তুলে ধরে বলেন, দফা ২৩-এ নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক কর্মপরিকল্পনা উল্লেখ করা হয়েছে।

এডভোকেট পাবেল বলেন, অতীতের বিভিন্ন সময় সরকার পরিচালনায় বিএনপি নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং ভবিষ্যতেও সে ধারাবাহিকতা আরও শক্তিশালী হবে।

তিনি বক্তব্যে স্মরণ করেন, জিয়াউর রহমান সরকারের আমলে নারীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন ও গার্মেন্টস শিল্পের বিকাশ অর্থনৈতিক মুক্তির নতুন দ্বার তৈরি করে। বেগম খালেদা জিয়ার প্রশাসন নারী শিক্ষায় অবৈতনিক মাধ্যমিক শিক্ষা, নারী নির্যাতন ট্রাইব্যুনাল স্থাপন এবং অ্যাসিড সন্ত্রাস ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছিল।

ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে নারীর সমান অধিকার প্রতিষ্ঠা, রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে যুগোপযোগী উন্নয়ন কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

মহিলা দল নেত্রী রেহানা আক্তারের সভাপতিত্বে এবং আটগাঁও ইউনিয়ন যুবদল সভাপতি নয়ন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, জেলা কৃষক দলের সদস্য মানিক তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা মাসুদ আল কাওসার।

ট্যাগ:
জনপ্রিয়

‘বট’ আইডির কুরুচিপূর্ণ লেখালেখি-ছাত্রদল নেতা মুর্শেদের পক্ষে দাঁড়ালেন বিএনপি নেতারা

নারী-পুরুষের ঐক্যেই ধানের শীষের জয় সম্ভব- শাল্লায় মহিলা সমাবেশে এড. পাবেল চৌধুরী

প্রকাশের সময়: ১২:৫৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

সুনামগঞ্জের শাল্লায় মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, দেশের উন্নয়ন ও রাজনৈতিক পরিবর্তনের পথে নারী-পুরুষের যুগপৎ অংশগ্রহণ অপরিহার্য।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নারীরা সমাজ ও রাষ্ট্রের অগ্রযাত্রার মূল চালিকা শক্তি। তাদের অধিকার সুরক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত জাতীয় উন্নয়ন সম্ভব নয়।”

এসময় তিনি বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখার কথা তুলে ধরে বলেন, দফা ২৩-এ নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক কর্মপরিকল্পনা উল্লেখ করা হয়েছে।

এডভোকেট পাবেল বলেন, অতীতের বিভিন্ন সময় সরকার পরিচালনায় বিএনপি নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং ভবিষ্যতেও সে ধারাবাহিকতা আরও শক্তিশালী হবে।

তিনি বক্তব্যে স্মরণ করেন, জিয়াউর রহমান সরকারের আমলে নারীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন ও গার্মেন্টস শিল্পের বিকাশ অর্থনৈতিক মুক্তির নতুন দ্বার তৈরি করে। বেগম খালেদা জিয়ার প্রশাসন নারী শিক্ষায় অবৈতনিক মাধ্যমিক শিক্ষা, নারী নির্যাতন ট্রাইব্যুনাল স্থাপন এবং অ্যাসিড সন্ত্রাস ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছিল।

ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে নারীর সমান অধিকার প্রতিষ্ঠা, রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে যুগোপযোগী উন্নয়ন কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

মহিলা দল নেত্রী রেহানা আক্তারের সভাপতিত্বে এবং আটগাঁও ইউনিয়ন যুবদল সভাপতি নয়ন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, জেলা কৃষক দলের সদস্য মানিক তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা মাসুদ আল কাওসার।