লন্ডন ০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে নবজাতকসহ নিহত ৪, আহত অর্ধশতাধিক

ভূমিকম্পে ঢাকা ও নারায়নগঞ্জে চারজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন নবজাতকও রয়েছে। এতে ঢাকা, নরসিংদী, গাজীপুরে আহত হয়েছেন অর্ধশতাধিক।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি ভবনের রেলিং ধসে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজনের অবস্থা গুরুতর। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কের পাশের দেয়াল ধসে এক নবজাতক শিশু নিহত হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ ডিভিশনের ডেপুটি কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধারকারী দলের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, আরমানিটোলার কসাইটুলিতে একটি পাঁচতলা ভবন থেকে রেলিং, বাঁশের ভারা ও ধ্বংসস্তূপ পথচারীদের ওপর ধসে পড়ায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। আরও একজন গুরুতর অবস্থায় রয়েছেন।’নিহত তিনজনের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন রাফিউল ইসলাম (২১) ও সবুজ (৩০)। নিহত অন্যজনের নাম জানা যায়নি।নিহত রাফিউল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বায়ান্ন ব্যাচের শিক্ষার্থী। মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হন।সকালে মায়ের সঙ্গে মাংস কিনতে বাজারে গিয়েছিলেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসাপাতালের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল। বংশালের কসাইটুলিতে নয়নের মাংসের দোকানের সামনে দাড়িয়ে ছিলেন তারা। হঠাৎ ভূমিকম্প শুরু হলে দোকানের ভবনটির রেলিং ভেঙে পড়ে তাদের ওপর।আশপাশের লোকজন দৌড়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে গেলে চিকিৎসকরা জানান, রাফিউল মারা গেছেন।আর রাফিউলের মাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মা জানেনই না রাফি আর নেই। তিনি বারবার ছেলের কথা জিজ্ঞাসা করছেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামে এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন আহত হন।নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।স্থানীয়রা জানান, সকালে ভুমিকম্পের সময় ঘটনাস্থল হয়ে ভুলতা গাউছিয়া যাচ্ছিলেন তারা। এ সময় সড়কের পাশের দেয়াল ধসে পরে তাদের উপর। দেয়ালের নিচে চাপা পড়ে শিশু ফাতেমা, তার মা কুলসুম ও প্রতিবেশী জেসমিন। এতে ঘটনাস্থলেই শিশু ফাতেমার মৃত্যু হয়। পরে দেয়ালের নিচ থেকে শিশু ফাতেমার মরদেহ ও আহতদের উদ্ধার করে প্রাইভেট হাসপাতালে ভর্তি করে।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান জানান, ভুমিকম্পে দেয়াল ধসে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শিশুটির মা ও প্রতিবেশী আহত হয়েছে। আজ সকাল ১০টা ১০টা ৪০ মিনিটের দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়। কম্পন টের পেয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন মানুষ।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। যদিও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫; কেন্দ্রস্থল ছিল নরসিংদীর পশ্চিম–দক্ষিণ-পশ্চিমে ১৪ কিলোমিটার দূরে। পাশের দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির গণমাধ্যম সংস্থা এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের কয়েকটি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

ট্যাগ:
জনপ্রিয়

ভূমিকম্পে নবজাতকসহ নিহত ৪, আহত অর্ধশতাধিক

প্রকাশের সময়: ০৮:১৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে ঢাকা ও নারায়নগঞ্জে চারজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন নবজাতকও রয়েছে। এতে ঢাকা, নরসিংদী, গাজীপুরে আহত হয়েছেন অর্ধশতাধিক।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি ভবনের রেলিং ধসে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজনের অবস্থা গুরুতর। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কের পাশের দেয়াল ধসে এক নবজাতক শিশু নিহত হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ ডিভিশনের ডেপুটি কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধারকারী দলের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, আরমানিটোলার কসাইটুলিতে একটি পাঁচতলা ভবন থেকে রেলিং, বাঁশের ভারা ও ধ্বংসস্তূপ পথচারীদের ওপর ধসে পড়ায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। আরও একজন গুরুতর অবস্থায় রয়েছেন।’নিহত তিনজনের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন রাফিউল ইসলাম (২১) ও সবুজ (৩০)। নিহত অন্যজনের নাম জানা যায়নি।নিহত রাফিউল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বায়ান্ন ব্যাচের শিক্ষার্থী। মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হন।সকালে মায়ের সঙ্গে মাংস কিনতে বাজারে গিয়েছিলেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসাপাতালের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল। বংশালের কসাইটুলিতে নয়নের মাংসের দোকানের সামনে দাড়িয়ে ছিলেন তারা। হঠাৎ ভূমিকম্প শুরু হলে দোকানের ভবনটির রেলিং ভেঙে পড়ে তাদের ওপর।আশপাশের লোকজন দৌড়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে গেলে চিকিৎসকরা জানান, রাফিউল মারা গেছেন।আর রাফিউলের মাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মা জানেনই না রাফি আর নেই। তিনি বারবার ছেলের কথা জিজ্ঞাসা করছেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামে এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন আহত হন।নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।স্থানীয়রা জানান, সকালে ভুমিকম্পের সময় ঘটনাস্থল হয়ে ভুলতা গাউছিয়া যাচ্ছিলেন তারা। এ সময় সড়কের পাশের দেয়াল ধসে পরে তাদের উপর। দেয়ালের নিচে চাপা পড়ে শিশু ফাতেমা, তার মা কুলসুম ও প্রতিবেশী জেসমিন। এতে ঘটনাস্থলেই শিশু ফাতেমার মৃত্যু হয়। পরে দেয়ালের নিচ থেকে শিশু ফাতেমার মরদেহ ও আহতদের উদ্ধার করে প্রাইভেট হাসপাতালে ভর্তি করে।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান জানান, ভুমিকম্পে দেয়াল ধসে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শিশুটির মা ও প্রতিবেশী আহত হয়েছে। আজ সকাল ১০টা ১০টা ৪০ মিনিটের দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়। কম্পন টের পেয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন মানুষ।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। যদিও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫; কেন্দ্রস্থল ছিল নরসিংদীর পশ্চিম–দক্ষিণ-পশ্চিমে ১৪ কিলোমিটার দূরে। পাশের দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির গণমাধ্যম সংস্থা এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের কয়েকটি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।