সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দিরাইয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে দিরাই থানা রোডস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং প্রথম যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুকের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জালাল মিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া।
দোয়া পরিচালনা করেন বাগবাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা মোজাম্মেল হক।
এছাড়া দোয়া মাহফিলে উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদকঃ 








