সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী নাছির উদ্দীন চৌধুরীকে মোটরসাইকেল শোডাউন ও মিছিলসহকারে স্বাগত জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। রোববার সন্ধ্যায় তিনি ঢাকা থেকে দিরাইয়ে পৌঁছালে এ আয়োজন করেন বিএনপি নেতাকর্মীরা।
দিরাইয়ের প্রবেশদ্বারে নাছির চৌধুরী পৌঁছালে নেতাকর্মীরা শোডাউন সহকারে তাঁকে দিরাই ডাক বাংলোয় নিয়ে আসেন।
এসময় নেতাকর্মীদের শ্লোগান মুখর পরিবেশে নাছির উদ্দীন চৌধুরী গাড়ি থেকে হাত তুলে অভিবাদন জানান এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্বাগত শোডাউনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কালনী ভিউ ডেস্কঃ 
















