সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর মনোনয়ন বঞ্চিত তাহির রায়হান চৌধুরী পাবেলের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন দলীয় মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। সোমবার বিকেলে তিনি পাবেল চৌধুরীর আরামবাগস্থ বাসভবনে যান। এসময় দিরাই-শাল্লা বিএনপির দায়িত্বশীল নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নাছির উদ্দীন চৌধুরী বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে পাবেল চৌধুরীর সহযোগিতা প্রয়োজন। দলের দুর্দিনে দলের জন্য পাবেল চৌধুরী কাজ করেছে আগামীতে দলের দায়িত্বও তাকেই নিতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ধানের শীষের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ।
এসময় মনোনয়ন বঞ্চিত তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন, আমি আগেই বলেছি দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই সেটাই মেনে নেব। আমরা যারা দল করি আমাদের নেতা তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। নেতার সিদ্ধান্তই চূড়ান্ত।
দলীয় প্রার্থী ঘোষণার পর উভয় নেতার এমন সৌজন্য সাক্ষাৎকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। অনেকেই মনে করছেন, এ সাক্ষাৎ সামনে দিরাই-শাল্লার মাঠপর্যায়ে বিএনপির ঐক্য সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।
নিজস্ব প্রতিবেদকঃ 
















