ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। থানা রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
দিরাই পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আবদুর রশিদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য অশোক তালুকদার অপু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নির্বাচন সামনে রেখে বিরোধী মত দমনে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। তারা শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে নেতারা আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে রাজনৈতিক সহিংসতা বন্ধ করে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। অন্যথায় আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
নিজস্ব প্রতিবেদকঃ 
















