লন্ডন ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মেধার স্বীকৃতি: দিরাইয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

দিরাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে দিরাই উপজেলা গণমিলনায়তন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিরাই লোকনাথ-সরলা-কুমুদ-রেবা ও মোছাঃ কুলসুম বিবি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নারায়ন দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য অনুপম দাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন,দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহমদ, ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা ও সমাজসেবক জামিল চৌধুরী, দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক নেছারুল হক খোকন, দিরাই অণির্বাণ সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল এবং দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি দিবাকর দাস।

আলোচনা সভায় বক্তারা বলেন, হাওরাঞ্চল ও সংস্কৃতির ঐতিহ্যে সমৃদ্ধ দিরাইয়ে মেধাবী শিক্ষার্থীর সংখ্যা কম নয়। তবে আর্থসামাজিক বাস্তবতা, শিক্ষাবান্ধব পরিবেশের অভাব এবং অভিভাবক পর্যায়ের সচেতনতার ঘাটতির কারণে অনেক শিক্ষার্থী তাদের মেধার পূর্ণ বিকাশ ঘটাতে পারছে না। তারা প্রাথমিক স্তর থেকেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, শিশুদের শুধু পরীক্ষাভিত্তিক সাফল্য নয়, নৈতিকতা, মানবিকতা ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েই গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে প্রস্তুত করার পরামর্শ দেন।

আয়োজকরা জানান, গত ৭ নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দিরাই উপজেলার ১১৩টি সরকারি ও বেসরকারি বিদ্যালয় থেকে ১৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৬৩ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। অনুষ্ঠানে এসব শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও স্কুলব্যাগ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

ট্যাগ:
জনপ্রিয়

আগাম বন্যা রোধে নির্ধারিত সময়ের মধ্যেই বাঁধের কাজ শেষ করতে হবে- ইউএনও সনজীব সরকার

মেধার স্বীকৃতি: দিরাইয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশের সময়: ০৬:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

দিরাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে দিরাই উপজেলা গণমিলনায়তন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিরাই লোকনাথ-সরলা-কুমুদ-রেবা ও মোছাঃ কুলসুম বিবি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নারায়ন দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য অনুপম দাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন,দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহমদ, ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা ও সমাজসেবক জামিল চৌধুরী, দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক নেছারুল হক খোকন, দিরাই অণির্বাণ সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল এবং দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি দিবাকর দাস।

আলোচনা সভায় বক্তারা বলেন, হাওরাঞ্চল ও সংস্কৃতির ঐতিহ্যে সমৃদ্ধ দিরাইয়ে মেধাবী শিক্ষার্থীর সংখ্যা কম নয়। তবে আর্থসামাজিক বাস্তবতা, শিক্ষাবান্ধব পরিবেশের অভাব এবং অভিভাবক পর্যায়ের সচেতনতার ঘাটতির কারণে অনেক শিক্ষার্থী তাদের মেধার পূর্ণ বিকাশ ঘটাতে পারছে না। তারা প্রাথমিক স্তর থেকেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, শিশুদের শুধু পরীক্ষাভিত্তিক সাফল্য নয়, নৈতিকতা, মানবিকতা ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েই গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে প্রস্তুত করার পরামর্শ দেন।

আয়োজকরা জানান, গত ৭ নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দিরাই উপজেলার ১১৩টি সরকারি ও বেসরকারি বিদ্যালয় থেকে ১৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৬৩ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। অনুষ্ঠানে এসব শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও স্কুলব্যাগ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।