সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমিয়া সীমান্ত এলাকার তুরুং গ্রামের বাসিন্দা বুরান উদ্দীনের ছেলে আশিকুর রহমান (১৮) শুক্রবার আনুমানিক ১২টার দিকে ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের ১২৬০ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব-পিলার থেকে প্রায় ৬০০ গজ ভারতের ভেতরে পরিহাট এলাকায় ‘পিলন’ নামের এক খাসিয়ার বাগানে, খাসিয়া ছড়া নামক স্থানে তাকে গুলি করা হয়।
এ ঘটনায় ভারতের টুকা ক্যাম্পের বিএসএফ সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে বলে জানা গেছে।
দমদমিয়া বিজিবি ক্যাম্প থেকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বিএসএফ ক্যাম্প কমান্ডার জানান, তারা লোকমুখে একজন নিহত হওয়ার কথা শুনেছেন, তবে বিএসএফ জড়িত কি না সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না বলে ফোন কেটে দেন।
কালনী ভিউ ডেস্কঃ 

















