লন্ডন ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা ক্যাডারে সুপারিশ পেলেন দিরাইয়ের নাজনীন

সুনামগঞ্জের দিরাই উপজেলার নাজনীন জাহান পিনাকী শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১১৩৭ জন প্রার্থীর একজন ছিলেন।

দীর্ঘদিনের আইনি লড়াই শেষে সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিয়োগবঞ্চিতদের পক্ষে রায় প্রদান করেন। আপিল বিভাগের এ রায়ের ফলে নাজনীন জাহান পিনাকীসহ সংশ্লিষ্ট প্রার্থীদের নিয়োগ কার্যকর করার পথ সুগম হয়।

নাজনীন জাহান পিনাকী দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের নাচনী গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত আলাউদ্দিন আহমেদের কন্যা। তার এই অর্জনে দিরাই উপজেলায় আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন মহল মনে করছেন, নাজনীন জাহান পিনাকীর এই সাফল্য দিরাই উপজেলার নারী শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনি লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবেও এটি বিবেচিত হচ্ছে।

নাজনীন জাহান পিনাকীর শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় দিরাইবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার কর্মজীবনে সাফল্য কামনা করেছেন।

উল্লেখ্য, নাজনীন জাহান পিনাকী ২০০৬ সালে অনুষ্ঠিত ২৭তম বিসিএসে অংশ নিয়ে সকল ধাপ সফলভাবে উত্তীর্ণ হলেও তৎকালীন পদসংখ্যা ও নিয়োগ জটিলতার কারণে নিয়োগ থেকে বঞ্চিত হন। এ বিসিএসে নিয়োগবঞ্চিত হন মোট ১১৩৭ জন প্রার্থী। পরবর্তীতে তারা দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে গেলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিয়োগবঞ্চিতদের পক্ষে রায় প্রদান করেন। ওই রায়ের আলোকে নাজনীন জাহান পিনাকী শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।

ট্যাগ:
জনপ্রিয়

‘বট’ আইডির কুরুচিপূর্ণ লেখালেখি-ছাত্রদল নেতা মুর্শেদের পক্ষে দাঁড়ালেন বিএনপি নেতারা

শিক্ষা ক্যাডারে সুপারিশ পেলেন দিরাইয়ের নাজনীন

প্রকাশের সময়: ০৭:৪৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

সুনামগঞ্জের দিরাই উপজেলার নাজনীন জাহান পিনাকী শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১১৩৭ জন প্রার্থীর একজন ছিলেন।

দীর্ঘদিনের আইনি লড়াই শেষে সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিয়োগবঞ্চিতদের পক্ষে রায় প্রদান করেন। আপিল বিভাগের এ রায়ের ফলে নাজনীন জাহান পিনাকীসহ সংশ্লিষ্ট প্রার্থীদের নিয়োগ কার্যকর করার পথ সুগম হয়।

নাজনীন জাহান পিনাকী দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের নাচনী গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত আলাউদ্দিন আহমেদের কন্যা। তার এই অর্জনে দিরাই উপজেলায় আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন মহল মনে করছেন, নাজনীন জাহান পিনাকীর এই সাফল্য দিরাই উপজেলার নারী শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনি লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবেও এটি বিবেচিত হচ্ছে।

নাজনীন জাহান পিনাকীর শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় দিরাইবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার কর্মজীবনে সাফল্য কামনা করেছেন।

উল্লেখ্য, নাজনীন জাহান পিনাকী ২০০৬ সালে অনুষ্ঠিত ২৭তম বিসিএসে অংশ নিয়ে সকল ধাপ সফলভাবে উত্তীর্ণ হলেও তৎকালীন পদসংখ্যা ও নিয়োগ জটিলতার কারণে নিয়োগ থেকে বঞ্চিত হন। এ বিসিএসে নিয়োগবঞ্চিত হন মোট ১১৩৭ জন প্রার্থী। পরবর্তীতে তারা দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে গেলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিয়োগবঞ্চিতদের পক্ষে রায় প্রদান করেন। ওই রায়ের আলোকে নাজনীন জাহান পিনাকী শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।