লন্ডন ১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট-৫: জমিয়তকে আসন ছাড়, নির্বাচন ছাড়ছেন না বিএনপি নেতা মামুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

এদিকে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ (চাকসু মামুন)। তিনি সিলেট জেলা বিএনপির প্রথম সহসভাপতি। দীর্ঘদিন ধরেই নির্বাচনী মাঠে সক্রিয় ছিলেন তিনি।

বিএনপির এই সিদ্ধান্তে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় নেতাদের অভিযোগ, গত তিন দশকে এ আসনে বিএনপির কোনো নেতা দলীয় মনোনয়ন পাননি। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একইভাবে জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে মনোনয়ন দেওয়ায় দলীয় নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপি নেতা মামুনুর রশিদ (চাকসু মামুন)।

দীর্ঘদিনের সেই ক্ষোভ ও বঞ্চনা ঘোচাতে এবার শুরু থেকেই নির্বাচনী প্রস্তুতিতে সক্রিয় ছিলেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। বিশেষ করে সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদকে ঘিরে তৃণমূলের মধ্যে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছিল। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এদিকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মামুনুর রশিদ (চাকসু মামুন) বলেন, ‘আমি নির্বাচন করব-এটা চূড়ান্ত। মনোনয়ন ফরম কিনেছি, আজই জমা দেব। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো চিন্তা নেই। দীর্ঘদিন ধরে নির্বাচনের জন্য কাজ করছি। এখন আর নির্বাচন না করার কোনো সুযোগ নেই।’

বিএনপির এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সিলেট-৫ আসনে আগামী দিনে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টরা।

ট্যাগ:
জনপ্রিয়

‘বট’ আইডির কুরুচিপূর্ণ লেখালেখি-ছাত্রদল নেতা মুর্শেদের পক্ষে দাঁড়ালেন বিএনপি নেতারা

সিলেট-৫: জমিয়তকে আসন ছাড়, নির্বাচন ছাড়ছেন না বিএনপি নেতা মামুন

প্রকাশের সময়: ১২:২১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

এদিকে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ (চাকসু মামুন)। তিনি সিলেট জেলা বিএনপির প্রথম সহসভাপতি। দীর্ঘদিন ধরেই নির্বাচনী মাঠে সক্রিয় ছিলেন তিনি।

বিএনপির এই সিদ্ধান্তে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় নেতাদের অভিযোগ, গত তিন দশকে এ আসনে বিএনপির কোনো নেতা দলীয় মনোনয়ন পাননি। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একইভাবে জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে মনোনয়ন দেওয়ায় দলীয় নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপি নেতা মামুনুর রশিদ (চাকসু মামুন)।

দীর্ঘদিনের সেই ক্ষোভ ও বঞ্চনা ঘোচাতে এবার শুরু থেকেই নির্বাচনী প্রস্তুতিতে সক্রিয় ছিলেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। বিশেষ করে সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদকে ঘিরে তৃণমূলের মধ্যে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছিল। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এদিকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মামুনুর রশিদ (চাকসু মামুন) বলেন, ‘আমি নির্বাচন করব-এটা চূড়ান্ত। মনোনয়ন ফরম কিনেছি, আজই জমা দেব। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো চিন্তা নেই। দীর্ঘদিন ধরে নির্বাচনের জন্য কাজ করছি। এখন আর নির্বাচন না করার কোনো সুযোগ নেই।’

বিএনপির এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সিলেট-৫ আসনে আগামী দিনে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টরা।