আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীর পক্ষে প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দিরাই উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সনজীব সরকারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
মনোনয়নপত্র সংগ্রহকালে নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে দিরাই-শাল্লার মানুষ ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে। তারা আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে এই আসনের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আবদুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, কবির মিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, ফারুক সর্দার, ইউপি চেয়ারম্যান আলী আহমদ, সাবেক ছাত্রনেতা রুদ্র মিজান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া।
নেতৃবৃন্দ আরও জানান, মনোনয়নপত্র দাখিলসহ নির্বাচনী কার্যক্রম পর্যায়ক্রমে আরও জোরদার করা হবে। একই সঙ্গে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা কামনা করেন তারা।
নিজস্ব প্রতিবেদকঃ 
















