অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাইয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রায়হান মিয়াকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।
রায়হান মিয়া দিরাই পৌরসভার নতুন বাগবাড়ী এলাকার মৃত মুরাদ মিয়ার পুত্র। সে দিরাই উপজেলা ছাত্রলীগ নেতা।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় দিরাই পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ 

















