ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে সিলেট বিভাগের চার জেলা থেকে এক লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি ও সরকারি চাকরিজীবী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সিলেট বিভাগে মোট এক লাখ ২ হাজার ৭৩৬ জন প্রবাসী বাংলাদেশি ও সরকারি চাকরিজীবী পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৪১৬ জন।
চার জেলার মধ্যে সর্বোচ্চ নিবন্ধন হয়েছে সিলেট জেলায়। এ জেলা থেকে মোট ৪৫ হাজার ৫৮১ জন নিবন্ধন করেছেন, যার মধ্যে পুরুষ ৩৮ হাজার ৪৭৭ জন এবং নারী ৭ হাজার ৩২৯ জন। সিলেট জেলায় এখনো ২২৫ জন আবেদনকারীর নিবন্ধন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
মৌলভীবাজার জেলায় নিবন্ধন করেছেন ২৩ হাজার ৭৯৮ জন প্রবাসী ও সরকারি চাকরিজীবী। এর মধ্যে পুরুষ ২০ হাজার ১৮৮ জন এবং নারী ৩ হাজার ৬১০ জন। এ জেলায় অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৭০ জন আবেদনকারী।
হবিগঞ্জ জেলায় নিবন্ধনের সংখ্যা তুলনামূলকভাবে কম। এ জেলা থেকে মোট ১৫ হাজার ৪১০ জন নিবন্ধন করেছেন, যার মধ্যে পুরুষ ১৩ হাজার ১৫ জন এবং নারী ২ হাজার ৩৯৫ জন। এখানে ৬৮ জনের আবেদন এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
সুনামগঞ্জ জেলা থেকে নিবন্ধন করেছেন ১৮ হাজার ১৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৭১ জন এবং নারী ভোটার ৩ হাজার ৮২ জন। এ জেলাতেও ৬৮ জন আবেদনকারীর নিবন্ধন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী ভোটারদের এই অংশগ্রহণ সিলেট বিভাগে ভোটের হিসাবকে প্রভাবিত করতে পারে। পোস্টাল ব্যালটে নিবন্ধনের সংখ্যা বাড়ায় প্রবাসীদের রাজনৈতিক অংশগ্রহণ আরও দৃশ্যমান হচ্ছে বলেও মনে করছেন তারা।
কালনী ভিউ ডেস্কঃ 

















