লন্ডন ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের আহ্বানে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন মিজান

সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দলের চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মিজান।শনিবার বিকেলে ফেসবকুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মিজান।

এরআগে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয় দলটির কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলনকে। তবে এ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেন বিএনপি আরেক কেন্দ্রিয় নেতা মিজানুর রহমান চৌধুরী। এনিয়ে দলটির মধ্যে বিভক্তি দেখা দেয়।এ অবস্থায় শুক্রবার মিজানুর রহমানকে ডেকে কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ বৈঠকের পর মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেন মিজান।

এ তথ্য জানিয়ে মিজানুর রহমান শনিবার ফেসবুকে লিখেন-সুপ্রিয় ছাতক ও দোয়ারাবাজারবাসী, আসসালামু আলাইকুম ও আদাব। আমি আপনাদের ভালোবাসায় সাড়া দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র দাখিল করেছিলাম। কিন্তু আমার শ্রদ্ধেয় অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে গতকাল তাঁর গুলশান কার্যালয়ে ডেকে দল ও দেশের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন।মিজান লিখেন- আপনাদের ভালবাসা ও আবেগ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবুও দলের সর্বোচ্চ নীতি নির্ধারকের অনুরোধ উপেক্ষা করে আমার জন্য অনেক কঠিন। এমতাবস্থায় আমি আমার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।
জানি আমার এই সিদ্ধান্তে অনেকেই মনে কষ্ট পাবেন, বিরক্ত হবে। কারণ ইতোমধ্যে আমার জন্য আপনারা অসম্ভব ত্যাগ শিকার করেছেন। আমি আপনাদের সীমাহিন ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। দেশ ও দলের এই ক্রান্তিলগ্নে দলীয় প্রধানের সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি।এলাকাবাসীকে উদ্দেশ্য করে তিনি আরও লিখেন- সুপ্রিয় ভাই ও বন্ধুগণ
আমি মিজান চৌধুরী আপনাদের মিজান চৌধুরী। অতীতে যেভাবে আমি আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম। ভবিষ্যতেও সেভাবে আমাকে আপনারা পাশে পাবেন। আমি ছাত্র জীবন থেকে শুরু করে দীর্ঘ যুগেরও বেশী সময় জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে সক্রিয় রয়েছি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার রাজনৈতিক আদর্শ। আপসহীন দেশনেত্রী গণতন্ত্রের মাতা মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন আমার প্রেরণা। শহীদ জিয়া ও ম্যাডাম জিয়ার সুযোগ্য উত্তরসুরী তারেক রহমান আমাদের অভিভাবক। আর আপনারা ছাতক ও দোয়ারাবাজারবাসী আমার আত্মার আত্মীয়। দল ও আপনাদের ভালোবাসা নিয়ে আমি বাকী জীবন চলতে চাই।
পরিশেষে আমার এই সিদ্ধান্তকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য ছাতক ও দোয়ারাবাজারবাসী এবং আমার সমর্থক, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ী সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি কথা দিলাম, অতীতে যেভাবে আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। ইনশাআল্লাহ।

ট্যাগ:
জনপ্রিয়

‘বট’ আইডির কুরুচিপূর্ণ লেখালেখি-ছাত্রদল নেতা মুর্শেদের পক্ষে দাঁড়ালেন বিএনপি নেতারা

তারেক রহমানের আহ্বানে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন মিজান

প্রকাশের সময়: ১২:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দলের চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মিজান।শনিবার বিকেলে ফেসবকুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মিজান।

এরআগে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয় দলটির কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলনকে। তবে এ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেন বিএনপি আরেক কেন্দ্রিয় নেতা মিজানুর রহমান চৌধুরী। এনিয়ে দলটির মধ্যে বিভক্তি দেখা দেয়।এ অবস্থায় শুক্রবার মিজানুর রহমানকে ডেকে কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ বৈঠকের পর মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেন মিজান।

এ তথ্য জানিয়ে মিজানুর রহমান শনিবার ফেসবুকে লিখেন-সুপ্রিয় ছাতক ও দোয়ারাবাজারবাসী, আসসালামু আলাইকুম ও আদাব। আমি আপনাদের ভালোবাসায় সাড়া দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র দাখিল করেছিলাম। কিন্তু আমার শ্রদ্ধেয় অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে গতকাল তাঁর গুলশান কার্যালয়ে ডেকে দল ও দেশের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন।মিজান লিখেন- আপনাদের ভালবাসা ও আবেগ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবুও দলের সর্বোচ্চ নীতি নির্ধারকের অনুরোধ উপেক্ষা করে আমার জন্য অনেক কঠিন। এমতাবস্থায় আমি আমার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।
জানি আমার এই সিদ্ধান্তে অনেকেই মনে কষ্ট পাবেন, বিরক্ত হবে। কারণ ইতোমধ্যে আমার জন্য আপনারা অসম্ভব ত্যাগ শিকার করেছেন। আমি আপনাদের সীমাহিন ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। দেশ ও দলের এই ক্রান্তিলগ্নে দলীয় প্রধানের সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি।এলাকাবাসীকে উদ্দেশ্য করে তিনি আরও লিখেন- সুপ্রিয় ভাই ও বন্ধুগণ
আমি মিজান চৌধুরী আপনাদের মিজান চৌধুরী। অতীতে যেভাবে আমি আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম। ভবিষ্যতেও সেভাবে আমাকে আপনারা পাশে পাবেন। আমি ছাত্র জীবন থেকে শুরু করে দীর্ঘ যুগেরও বেশী সময় জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে সক্রিয় রয়েছি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার রাজনৈতিক আদর্শ। আপসহীন দেশনেত্রী গণতন্ত্রের মাতা মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন আমার প্রেরণা। শহীদ জিয়া ও ম্যাডাম জিয়ার সুযোগ্য উত্তরসুরী তারেক রহমান আমাদের অভিভাবক। আর আপনারা ছাতক ও দোয়ারাবাজারবাসী আমার আত্মার আত্মীয়। দল ও আপনাদের ভালোবাসা নিয়ে আমি বাকী জীবন চলতে চাই।
পরিশেষে আমার এই সিদ্ধান্তকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য ছাতক ও দোয়ারাবাজারবাসী এবং আমার সমর্থক, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ী সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি কথা দিলাম, অতীতে যেভাবে আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। ইনশাআল্লাহ।