সুনামগঞ্জের দিরাইয়ে পুকুর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নাঈমুল ইসলাম (৫০) নামের ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার বিকেলে উপজেলার মাতারগাও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের পতিত জমির পুকুর দখলকে কেন্দ্র করে গ্রামের শফিউল ইসলামের লোকজনের সঙ্গে দারাই মিয়ার পক্ষের লোকজনের সংঘর্ষ হয়। সংঘর্ষে দাড়াই মিয়ার পক্ষের নাঈমুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দিরাই সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রায়হান উদ্দিন নাঈমুল ইসলাম গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক সংঘর্ষে নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিবেদক 









