সুনামগঞ্জ জেলা ট্রলার-বাল্কহেড নৌযান শ্রমিক ইউনিয়ন জামালগঞ্জ নৌপথে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ করেছে। বৃহস্পতিবার সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক পংকজ তালুকদারের স্বাক্ষরিত অভিযোগটি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং নৌ-পুলিশের কাছে দাখিল করা হয়।
অভিযোগে জামালগঞ্জের নয়জন ব্যক্তির নাম উল্লেখ করে বলা হয়েছে, তারা ইজারার নামে চলন্ত নৌকা থেকে ৫-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। এদের মধ্যে রয়েছেন ওয়াহেদ আলী আফিন্দি, জয়নাল আবেদীন কাঁচা মিয়া, আমির হোসেনসহ আরও কয়েকজন। নির্ধারিত টোলের তালিকা টাঙানোর কথা থাকলেও তা না করে তারা ইচ্ছেমতো টাকা আদায় করছে।
শ্রমিক ইউনিয়ন জানায়, অতিরিক্ত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল রেখে দেওয়া হয়। এমন একটি ঘটনায় পাবেল মিয়ার নৌকার গ্যারাপি ও গ্যাস সিলিন্ডার জোরপূর্বক নিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ওয়াহেদ আলী আফিন্দি বলেন, “আমরা বৈধভাবে ইজারা নিয়েছি। যারা অভিযোগ করছে, তারা ন্যায্য টাকা দিতেও চায় না। আগের তদন্তেও এসব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে।”
নৌ-পুলিশের ওসি জয়নাল আবেদীন জানান, বিভিন্ন পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া যাচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখতে একটি ট্রাস্কফোর্স গঠনের কথা বলা হয়েছে।
শ্রমিক নেতা পংকজ তালুকদার বলেন, “আমাদের সংগঠন চাঁদাবাজিতে জড়িত নয়। কেউ এমন অভিযোগ প্রমাণ করতে পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।”
কালনী ভিউ ডেস্ক : 









