লন্ডন ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ছাতকে বিএনপির কর্মীসভা

লুটপাট-নির্যাতনের বিচার হবে, ত্যাগীদের মূল্যায়ন পাবে কমিটিতে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশ থেকে স্বৈরাচার পালালে ফিরে আসার নজির নেই। আওয়ামী লীগের লুটপাট, হত্যা-গুম ও নির্যাতনের বিচার এ দেশেই হবে। তিনি উল্লেখ করেন, ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোট এবং ২০২৪ সালের ডামি প্রার্থীর নির্বাচনসহ প্রশ্নবিদ্ধ সকল নির্বাচনের কারিগরদের বিচার হবেই।

তিনি বলেন, এসব বিচার না হলে দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। সোমবার বিকেলে ছাতক পাবলিক খেলার মাঠে (মন্টু বাবুর মাঠ) ছাতক উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা কখনো আন্দোলনে পিছপা হয়নি। দলের বিভিন্ন কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের স্থান নিশ্চিত করা হবে। মিছিলের পেছনে থাকা কর্মীদেরও মূল্যায়ন করা হবে।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন। পরিচালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ, সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান প্রমুখ।

সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। উপজেলা জাসাস পরিবেশিত জাতীয় সংগীত ও দলীয় সংগীত দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।

ট্যাগ:

লিবিয়া থেকে ফিরিয়ে আনা হলো ১৭৩ বাংলাদেশিকে

ছাতকে বিএনপির কর্মীসভা

লুটপাট-নির্যাতনের বিচার হবে, ত্যাগীদের মূল্যায়ন পাবে কমিটিতে

প্রকাশের সময়: ০৪:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশ থেকে স্বৈরাচার পালালে ফিরে আসার নজির নেই। আওয়ামী লীগের লুটপাট, হত্যা-গুম ও নির্যাতনের বিচার এ দেশেই হবে। তিনি উল্লেখ করেন, ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোট এবং ২০২৪ সালের ডামি প্রার্থীর নির্বাচনসহ প্রশ্নবিদ্ধ সকল নির্বাচনের কারিগরদের বিচার হবেই।

তিনি বলেন, এসব বিচার না হলে দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। সোমবার বিকেলে ছাতক পাবলিক খেলার মাঠে (মন্টু বাবুর মাঠ) ছাতক উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা কখনো আন্দোলনে পিছপা হয়নি। দলের বিভিন্ন কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের স্থান নিশ্চিত করা হবে। মিছিলের পেছনে থাকা কর্মীদেরও মূল্যায়ন করা হবে।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন। পরিচালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ, সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান প্রমুখ।

সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। উপজেলা জাসাস পরিবেশিত জাতীয় সংগীত ও দলীয় সংগীত দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।