জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মো. জাকির ওরফে জাকির মিয়া নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। জাকির জগন্নাথপুর উপজেলার বাউরকাপন গ্রামের বাসিন্দা।
গ্রেফতারকৃত জাকিরের বিরুদ্ধে ৪ বছর ১ মাসের কারাদণ্ড এবং অনাদায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে।