লন্ডন ০৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সবাই মিলেই দেশকে এগিয়ে নিতে হবে

 

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী বলেছেন, সবাই মিলেই এই দেশটাকে আরও এগিয়ে নিতে হবে। সবার সাথেই সমান আচরণ করতে হবে। আমরা দুর্বৃত্তমুক্ত বাংলাদেশ দেখতে চাই। এজন্য সততার কোন বিকল্প নেই। সবকিছু নতুন করে শুরু করতে হবে,দ আমরা ব্যর্থ হতে চাই না।

তিনি আরো বলেন, দেশে আগে কথা বলার সুযোগ ছিল না। এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। বিগত সময়ে তারা শাসক থেকে সম্রাট, সম্রাট থেকে মহারাজা হয়েছিলেন। নিরপেক্ষ মূল্যায়ন দীর্ঘদিন ধরেই হয় নাই। তারই কারণে দেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে।

বিভাগীয় কমিশনার বলেন, মানুষের প্রত্যাশা খুব বেশী না, তাদের কথা শুনুন, সম্ভব হলে তাদের কাজ করে দিন। মানুষ আপনাকে পাশে পায় কি না সেটা বড় বিষয়। প্রতিটা সেক্টরের দুর্নীতিমুক্ত করতে হবে । লুঙ্গি পড়া সাধারণ মানুষেরা যদি দেশ স্বাধীন করতে পারেন তাহলে আমরা সুট, টাই পড়া শিক্ষিত, সচেতনরা কেন দেশ দুর্নীতিমুক্ত করতে পারব না। এছাড়াও তিনি সুনামগঞ্জ জেলার বোরো ফসল রক্ষার জন্য চলমান হাওরের বাঁধ নির্মাণ কাজ আরও দ্রুত এবং স্বচ্ছতার সাথে করার আহবান জানান। সুনামগঞ্জ জেলার নানা সমস্যার কথাও শুনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।

তিনি বুধবার (৮ জানুয়ারি) সকাল ১২ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে সুনামগঞ্জ জেলার জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধী জনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ছাব্বির আহমদ আকুঞ্জি, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ) সঞ্জিত কুমার চন্দ, শিক্ষাবিদ অধ্যক্ষ পরিমল কান্তি দে, সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনুর আলী, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।

 

ট্যাগ:

রাত সাড়ে ৯টার পর সিলেটের সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

সবাই মিলেই দেশকে এগিয়ে নিতে হবে

প্রকাশের সময়: ০৬:৩৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

 

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী বলেছেন, সবাই মিলেই এই দেশটাকে আরও এগিয়ে নিতে হবে। সবার সাথেই সমান আচরণ করতে হবে। আমরা দুর্বৃত্তমুক্ত বাংলাদেশ দেখতে চাই। এজন্য সততার কোন বিকল্প নেই। সবকিছু নতুন করে শুরু করতে হবে,দ আমরা ব্যর্থ হতে চাই না।

তিনি আরো বলেন, দেশে আগে কথা বলার সুযোগ ছিল না। এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। বিগত সময়ে তারা শাসক থেকে সম্রাট, সম্রাট থেকে মহারাজা হয়েছিলেন। নিরপেক্ষ মূল্যায়ন দীর্ঘদিন ধরেই হয় নাই। তারই কারণে দেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে।

বিভাগীয় কমিশনার বলেন, মানুষের প্রত্যাশা খুব বেশী না, তাদের কথা শুনুন, সম্ভব হলে তাদের কাজ করে দিন। মানুষ আপনাকে পাশে পায় কি না সেটা বড় বিষয়। প্রতিটা সেক্টরের দুর্নীতিমুক্ত করতে হবে । লুঙ্গি পড়া সাধারণ মানুষেরা যদি দেশ স্বাধীন করতে পারেন তাহলে আমরা সুট, টাই পড়া শিক্ষিত, সচেতনরা কেন দেশ দুর্নীতিমুক্ত করতে পারব না। এছাড়াও তিনি সুনামগঞ্জ জেলার বোরো ফসল রক্ষার জন্য চলমান হাওরের বাঁধ নির্মাণ কাজ আরও দ্রুত এবং স্বচ্ছতার সাথে করার আহবান জানান। সুনামগঞ্জ জেলার নানা সমস্যার কথাও শুনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।

তিনি বুধবার (৮ জানুয়ারি) সকাল ১২ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে সুনামগঞ্জ জেলার জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধী জনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ছাব্বির আহমদ আকুঞ্জি, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ) সঞ্জিত কুমার চন্দ, শিক্ষাবিদ অধ্যক্ষ পরিমল কান্তি দে, সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনুর আলী, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।