লন্ডন ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহিদ দিবস উদযাপন

ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে দিরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রভাতফেরি বের করা হয়, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিরাই উপজেলার সহকারি কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, জেলা বিএনপির সাবেক সদস্য হুমায়ুন কবির তালুকদার, দিরাই প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সালমান মিয়া।।

এসময় বক্তারা মহান ভাষা আন্দোলনের তাৎপর্য ও বাংলা ভাষার মর্যাদা রক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক গান, কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশন করে। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগ:
জনপ্রিয়

বিএনপির দ্বন্দ্বে সুযোগ পাচ্ছে জামায়াত: দিরাই শাল্লায় নতুন সমীকরণ

দিরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহিদ দিবস উদযাপন

প্রকাশের সময়: ০১:৩৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে দিরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রভাতফেরি বের করা হয়, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিরাই উপজেলার সহকারি কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, জেলা বিএনপির সাবেক সদস্য হুমায়ুন কবির তালুকদার, দিরাই প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সালমান মিয়া।।

এসময় বক্তারা মহান ভাষা আন্দোলনের তাৎপর্য ও বাংলা ভাষার মর্যাদা রক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক গান, কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশন করে। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।