সুনামগঞ্জের দিরাই উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রায় ১১ বছর পর সংগঠনটির এই দুই ইউনিটে নতুন নেতৃত্ব দেওয়া হলো।
গত ২৪ ফেব্রুয়ারি জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলন ও সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল হক নতুন কমিটির অনুমোদন দেন। প্রথমে আংশিক কমিটি ঘোষণা করা হলেও, সবশেষ ৪ মার্চ সোমবার ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটিতে দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন আমির হোসেন, আর সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন মঈন উদ্দিন চৌধুরী মাসুক। এই কমিটিতে অন্যান্য পদে রয়েছেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির তালুকদার, আব্দুল করিম চৌধুরী, মোঃ কবির মিয়া। সদস্য এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, আবদাই মিয়া, এডভোকেট মাসুক আলম, আঃ রশিদ চৌধুরী, আব্দুল ওয়াদুদ চৌধুরী, আব্দুল কাইয়ুম, নুরুল হক তালুকদার, পংকজ দাস, সুয়েব হাসান, এডভোকেট ওবায়দুর রহমান মিশু, আবু সাঈদ চৌধুরী, সুমন মিয়া, ইফতেখার মোঃ নাবিল চৌধুরী, আবুল খায়ের চৌধুরী, কামরুল ইসলাম, সুকেশ দাস।
অন্যদিকে, পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান মিজান এবং যুগ্ম আহ্বায়ক হয়েছেন এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী। এই কমিটিতে অন্যান্য পদে রয়েছেন, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ফারুক সরদার, মাঈদুল ইসলাম চৌধুরী।
সদস্য কয়ছর ইসলাম, আফজাল হোসেন (বাবুল সরদার), আজিম উদ্দিন, আক্তার হোসেন চৌধুরী, মঞ্জু মিয়া, মৌলানা রজব আলী, শামসুল ইসলাম চৌধুরী, আব্দুল হাকিম মাদানী, জিলাল মিয়া চৌধুরী, সামসুল ইসলাম, সোহেল মিয়া, আবু সাঈদ, সেলিম চৌধুরী, রঞ্জু চৌধুরী, জাকারিয়া হোসেন, সামসুল ইসলাম সুভাষ।
দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইফতেখার মো. নাবিল চৌধুরী বলেন, নবীন ও প্রবীণের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এতে দলের যোগ্য ও ত্যাগী নেতাকর্মীরা জায়গা পেয়েছেন, যা ভবিষ্যতে দলের কার্যক্রমকে আরও গতিশীল করবে।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী বলেন, দলকে সুসংগঠিত করতে এবং বিএনপির আদর্শ বাস্তবায়নে আমরা সবাই একসঙ্গে কাজ করব। এই কমিটি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করবে।
নতুন কমিটির নেতারা জানান, সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তাঁরা দ্রুতই কর্মপরিকল্পনা গ্রহণ করবেন।
নিজস্ব প্রতিবেদক 














