দিরাইয়ে ইতালিভিত্তিক সামাজিক সংগঠন ‘দিরাই সমাজ কল্যাণ সমিতি মিলান লম্বারদিয়া ইতালি’র উদ্যোগে মাদ্রাসা ছাত্রসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। সোমবার দিরাই পৌর শহরের একটি রেস্টুরেন্ট সৌহার্দপূর্ণ পরিবেশে ইফতার মাহফিলে দোয়া মাহফিল পরিচালনা করেন, দিরাই থানা মসজিদের ইমাম মাওলানা হাসান আলী।
এতে উপস্থিত ছিলেন- দিরাই উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির তালুকদার, বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরী বাচ্চু, সাব্বির মিয়া, ফারুক সরদার, মাসুক মিয়া, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. আল-আমীনসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক 









