লন্ডন ০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তাহিরপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’: যুবলীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি কুদরত আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার লক্ষীপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

সোমবার রাত সাড়ে ৮টায় তাহিরপুর বাজার থেকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা নাশকতা মামলায় কুদরত আলী অজ্ঞাতনামা আসামি ছিলেন। এ মামলার তদন্তের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

এদিকে, স্থানীয়রা জানান, তাহিরপুর উপজেলার বাদাঘাটসহ বিভিন্ন এলাকায় অস্ত্র মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তাদের দ্রুত আইনের আওতায় না আনা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, “অপারেশন ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা কুদরত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় এবং অপরাধীদের ধরতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

ট্যাগ:
জনপ্রিয়

বিএনপির দ্বন্দ্বে সুযোগ পাচ্ছে জামায়াত: দিরাই শাল্লায় নতুন সমীকরণ

তাহিরপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’: যুবলীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

প্রকাশের সময়: ১০:০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি কুদরত আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার লক্ষীপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

সোমবার রাত সাড়ে ৮টায় তাহিরপুর বাজার থেকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা নাশকতা মামলায় কুদরত আলী অজ্ঞাতনামা আসামি ছিলেন। এ মামলার তদন্তের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

এদিকে, স্থানীয়রা জানান, তাহিরপুর উপজেলার বাদাঘাটসহ বিভিন্ন এলাকায় অস্ত্র মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তাদের দ্রুত আইনের আওতায় না আনা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, “অপারেশন ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা কুদরত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় এবং অপরাধীদের ধরতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”