সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের শশারকান্দা গ্রামে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
শনিবার (১৫ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে গৃহবধূর নিজ বাড়ির সামনে রাস্তার সংলগ্ন কলাগাছের বাগানে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে শশারকান্দা গ্রামের মাসুক মিয়া (৩০) ও জিলানী (২৫)-এর বিরুদ্ধে শাল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিবরণ
গৃহবধূর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত মাসুক মিয়া (৩০), পিতা-মৃত রুন্ড মিয়া এবং জিলানী (২৫), পিতা-মৃত উসমান গণি—দুজনেই শশারকান্দা গ্রামের বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে রাস্তা-ঘাটে কু-রুচিপূর্ণ মন্তব্য ও অঙ্গভঙ্গি করে উত্যক্ত করতেন।
শনিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে তিনি বাড়ির সামনে কলাগাছের বাগানে গেলে অভিযুক্তরা তাকে মুখ ও গলা চেপে ধরে এবং হাত বেঁধে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তার পরনের কাপড় ছিঁড়ে ফেলে শারীরিক নির্যাতনের চেষ্টা চালায়। ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় তিন নারী—মাদেজা, রিনা ও আছমা বেগম—দৌড়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরবর্তীতে গ্রামবাসীর পরামর্শে তিনি আইনি সহায়তা নেন।
এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, “ভিকটিম সকালে থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরপরই দুইজন সাব-ইন্সপেক্টরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
নিজস্ব প্রতিবেদক 









