দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ইউনিয়নের চকবাজারের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ত্যাগী নেতা কর্মীদের অনেক ত্যাগের বিনিময়ে আমরা এমন একটি রাজনৈতিক মাঠ পেয়েছি। দীর্ঘ ১৭ বছর যারা নিজের জীবন বাজিরেখে রাজপথে থেকেছেন, জেল জুলুম সহ্য করেছেন আগামী নেতৃত্বে তারাই আসবেন। ত্যাগীদের দিয়ে কমিটি গঠন করতে হবে, সুবিধাবাদীদের কমিটিতে স্থান হবে না। ত্যাগীদের সম্মান দিতে হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক এর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, ব্যারিস্টার মাহদিন চৌধুরী।
ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আগত বক্তারা বলেন, দিরাই উপজেলার সবচেয়ে কাছের ইউনিয়ন রাজানগর। বিগতদিনে সকল আন্দোলন সংগ্রামে দিরাই রাজপথে এ ইউনিয়নের কর্মীরা ছিলেন কিন্তু দুঃখের বিষয় ২১ সদস্যের কমিটিতে এ ইউনিয়ন এর কেউ স্থান পায়নি। তারা ইউনিয়নের নেতৃত্বে এমন নেতাদের চান যারা গত ১৭ বছর রাজপথে ছিল।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, কবির মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, প্রথম যুগ্ম আহ্বায়ক এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট ওবায়দুর রহমান মিশু, ইউনিয়ন বিএনপি নেতা জিবাতুল ইসলাম, শাহিবুর, প্রনব দাস, আপ্সতাব খাঁ, ছদ্দর আলী, নবীর হোসেন, জুনায়েদ মিয়া, কনু মিয়াসহ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা।
সভায় জানানো হয় আগামি তিন দিন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদে প্রার্থীদের মধ্যে দিরাই উপজেলা বিএনপির কার্যালয় থেকে ফরম বিতরণ করা হবে।আগ্রহীরা ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়। আগামী কমিটিতে ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস দেন নেতৃবৃন্দ।
এ সভার মধ্যদিয়ে দিরাই উপজেলার ৯ টি ইউনিয়নে কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা সম্পন্ন হয়েছে।
দিরাই সংবাদদাতাঃ 









