লন্ডন ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় আটক

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে সিলেটের একটি বাসায় আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

বুধবার (৯ জুলাই) ভোর রাতে সিলেট নগরীর সুবিদবাজার এলাকার লন্ডনি রোডের একটি বাসায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

সুনামগঞ্জ-২ দিরাই শাল্লা আসনের সাবেক সংসদ সদস্য জয়া সেনগুপ্তার এমপি প্রতিনিধি হিসেবে পরিচিত প্রদীপ রায়। আওয়ামী লীগের শাসনামলে তার নির্দেশে চলতো দিরাই ও শাল্লা উপজেলার শাসন ব্যবস্থা। ওই সময় এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন তিনি। দিরাই ও শাল্লা উপজেলার বড় বড় গ্রুপ ফিসারি ও জলমহাল গুলো মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা নিয়ে নেপথ্যের গডফাদার ছিলেন তিনি। এছাড়াও উপজেলার সব উন্নয়ন কর্মকাণ্ড টিআর, কাবিখা বণ্টন ও ফসল রক্ষা বাঁধের কাজে মোটা অঙ্কের টাকা কমিশন নেয়ার অভিযোগ রয়েছে প্রদীপ রায়ের বিরুদ্ধে ।

পুলিশ সূত্রে জানা যায়, দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারুলিয়া জলমহালের দখল নিয়ে ২০১৭ সালে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় প্রদীপ রায়কে আসামি করা হয়। তবে পুলিশের চার্জশিটে তাকেসহ আরও কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া ২০২১ সালে দিরাইয়ের ভাটিপাড়া উদীর হাওর জলমহালের দখল নিয়ে সংঘর্ষের ঘটনার ১ জন নিহতের ঘটনায় করা হত্যা মামলায়ও প্রদীপ রায়কে আসামি করা হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, স্থানীয় জনতা প্রদীপ রায়কে আটক করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। প্রদীপ রায়ের বিরুদ্ধে ৫ আগস্টের আগে ও পরে সিলেট-সুনামগঞ্জে মোট সাতটি মামলা রয়েছে। তাকে সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তরের করা হয়েছে।

ট্যাগ:

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল লতিফ জেপির ইন্তেকাল

দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় আটক

প্রকাশের সময়: ০১:৩২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে সিলেটের একটি বাসায় আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

বুধবার (৯ জুলাই) ভোর রাতে সিলেট নগরীর সুবিদবাজার এলাকার লন্ডনি রোডের একটি বাসায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

সুনামগঞ্জ-২ দিরাই শাল্লা আসনের সাবেক সংসদ সদস্য জয়া সেনগুপ্তার এমপি প্রতিনিধি হিসেবে পরিচিত প্রদীপ রায়। আওয়ামী লীগের শাসনামলে তার নির্দেশে চলতো দিরাই ও শাল্লা উপজেলার শাসন ব্যবস্থা। ওই সময় এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন তিনি। দিরাই ও শাল্লা উপজেলার বড় বড় গ্রুপ ফিসারি ও জলমহাল গুলো মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা নিয়ে নেপথ্যের গডফাদার ছিলেন তিনি। এছাড়াও উপজেলার সব উন্নয়ন কর্মকাণ্ড টিআর, কাবিখা বণ্টন ও ফসল রক্ষা বাঁধের কাজে মোটা অঙ্কের টাকা কমিশন নেয়ার অভিযোগ রয়েছে প্রদীপ রায়ের বিরুদ্ধে ।

পুলিশ সূত্রে জানা যায়, দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারুলিয়া জলমহালের দখল নিয়ে ২০১৭ সালে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় প্রদীপ রায়কে আসামি করা হয়। তবে পুলিশের চার্জশিটে তাকেসহ আরও কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া ২০২১ সালে দিরাইয়ের ভাটিপাড়া উদীর হাওর জলমহালের দখল নিয়ে সংঘর্ষের ঘটনার ১ জন নিহতের ঘটনায় করা হত্যা মামলায়ও প্রদীপ রায়কে আসামি করা হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, স্থানীয় জনতা প্রদীপ রায়কে আটক করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। প্রদীপ রায়ের বিরুদ্ধে ৫ আগস্টের আগে ও পরে সিলেট-সুনামগঞ্জে মোট সাতটি মামলা রয়েছে। তাকে সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তরের করা হয়েছে।