দেশব্যাপী চলমান “অপারেশন ডেভিল হান্ট” এর অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাইয়ে সরমঙ্গল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন পুরকায়স্থ (৩২)-কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই) বেলা ২ টার দিকে উপজেলার কল্যাণী গ্রামে নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া সুমন পুরকায়স্থ কল্যাণী গ্রামের মৃত সুবল পুরকায়স্থের ছেলে।
বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার ভিত্তিতে এই গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয় বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে অভিযান চালিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন পুরকায়স্থকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 









