লন্ডন ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
কমিটি গঠনের পর পদবঞ্চিতদের ক্ষোভ, ত্যাগীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

দিরাইয়ে বিএনপির ৯ ইউনিয়নে আহ্বায়ক কমিটি ঘোষণা

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর ইউনিয়ন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করতে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

রবিবার (২৭ জুলাই) দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমির হোসেন এবং প্রথম যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক-এর যৌথ স্বাক্ষরে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে রফিনগর ইউনিয়নে আহ্বায়ক মো. আতাউর রহমান ও যুগ্ম আহ্বায়ক মো. জমিরুল ইসলাম, ভাটিপাড়া ইউনিয়নে আহ্বায়ক মো. গোলাম শাহিদ ও যুগ্ম আহ্বায়ক নবাব তালুকদার, রাজানগর ইউনিয়নে আহ্বায়ক মো. কালা মিয়া গোলাম সারোয়ার ও যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, চরনারচর ইউনিয়নে আহ্বায়ক মো. আছাদুর রহমান খান ও যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, সরমঙ্গল ইউনিয়নে আহ্বায়ক আবুল কালাম ও যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ আলী, করিমপুর ইউনিয়নে আহ্বায়ক জুবের সর্দার দিগন্ত ও যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল আহম্মদ, জগদল ইউনিয়নে আহ্বায়ক মো. সমুজ মিয়া ও যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক, তাড়ল ইউনিয়নে আহ্বায়ক আনাসুর রহমান (আনাস) ও যুগ্ম আহ্বায়ক মো. মুসাহিদ মিয়া চৌধুরী এবং কুলঞ্জ ইউনিয়নে আহ্বায়ক আব্দুল মতিন চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক শিহাব আহম্মেদ দায়িত্ব পেয়েছেন।

দিরাই উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কমিটির সদস্যদের নিয়ে শিগগিরই রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম শুরু করা হবে।

তবে কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ স্বীকার করার পরও মূল্যায়ন না পাওয়ায় হতাশা প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও লক্ষ্য করা গেছে। বিএনপি নেতা সাইদুর রহমান তালুকদার তার ফেসবুক পোস্টে লিখেছেন, “ত্যাগীরা নিপাত যাক, সুবিধাবাদীরা পদ পাক।” তার এই বক্তব্য ইতোমধ্যেই নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ত্যাগী নেতাদের উপেক্ষা এবং সুবিধাভোগীদের অগ্রাধিকার দলীয় ঐক্যে চিড় ধরাতে পারে। এ পরিস্থিতিতে সকল পক্ষকে সমন্বয় করে দলীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করছেন স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগ:

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল লতিফ জেপির ইন্তেকাল

কমিটি গঠনের পর পদবঞ্চিতদের ক্ষোভ, ত্যাগীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

দিরাইয়ে বিএনপির ৯ ইউনিয়নে আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশের সময়: ০৭:৪২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর ইউনিয়ন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করতে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

রবিবার (২৭ জুলাই) দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমির হোসেন এবং প্রথম যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক-এর যৌথ স্বাক্ষরে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে রফিনগর ইউনিয়নে আহ্বায়ক মো. আতাউর রহমান ও যুগ্ম আহ্বায়ক মো. জমিরুল ইসলাম, ভাটিপাড়া ইউনিয়নে আহ্বায়ক মো. গোলাম শাহিদ ও যুগ্ম আহ্বায়ক নবাব তালুকদার, রাজানগর ইউনিয়নে আহ্বায়ক মো. কালা মিয়া গোলাম সারোয়ার ও যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, চরনারচর ইউনিয়নে আহ্বায়ক মো. আছাদুর রহমান খান ও যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, সরমঙ্গল ইউনিয়নে আহ্বায়ক আবুল কালাম ও যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ আলী, করিমপুর ইউনিয়নে আহ্বায়ক জুবের সর্দার দিগন্ত ও যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল আহম্মদ, জগদল ইউনিয়নে আহ্বায়ক মো. সমুজ মিয়া ও যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক, তাড়ল ইউনিয়নে আহ্বায়ক আনাসুর রহমান (আনাস) ও যুগ্ম আহ্বায়ক মো. মুসাহিদ মিয়া চৌধুরী এবং কুলঞ্জ ইউনিয়নে আহ্বায়ক আব্দুল মতিন চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক শিহাব আহম্মেদ দায়িত্ব পেয়েছেন।

দিরাই উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কমিটির সদস্যদের নিয়ে শিগগিরই রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম শুরু করা হবে।

তবে কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ স্বীকার করার পরও মূল্যায়ন না পাওয়ায় হতাশা প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও লক্ষ্য করা গেছে। বিএনপি নেতা সাইদুর রহমান তালুকদার তার ফেসবুক পোস্টে লিখেছেন, “ত্যাগীরা নিপাত যাক, সুবিধাবাদীরা পদ পাক।” তার এই বক্তব্য ইতোমধ্যেই নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ত্যাগী নেতাদের উপেক্ষা এবং সুবিধাভোগীদের অগ্রাধিকার দলীয় ঐক্যে চিড় ধরাতে পারে। এ পরিস্থিতিতে সকল পক্ষকে সমন্বয় করে দলীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করছেন স্থানীয় নেতৃবৃন্দ।